আল আযহার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এবারও শীর্ষে বাংলাদেশী কওমী ছাত্ররা

আল আযহার বিশ্ববিদ্যালয়ের আওতাধীন HSC ও SSC মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশী কওমী ছাত্ররা শীর্ষে!

আল আযহার বিশ্ববিদ্যালয়ের আওতাধীন الشهادة الثانوية/HSC তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম দশ জনের মধ্যে তিন জনই বাংলাদেশী কওমী সংগঠন ( আযহার ওয়েলফেয়ার সোসাইটির) ছাত্র৷ তারা যথাক্রমে: মুহাম্মাদ জাওয়াদ আহমাদ সৌরভ (প্রথম), নাঈম নাজির বিন নাজিরুল ইসলাম (দ্বিতীয়) ও উসামা বিন শফিক ১০ম স্থান অধিকার করেছেন৷

এবং الشهادة الإعدادية/SSC তথা মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে দুই জনেই বাংলাদেশী ছাত্র৷ তারা যথাক্রমে: আরমান কবির ৫ম ও শায়খ আব্দুল আহাদ ৬ষষ্ঠ স্থান অধিকার করেছেন৷

পাঁচ জনই প্রায় ১০৫ টি দেশের ছাত্রদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং প্রতিবারের ন্যায় এবারও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করেন।

এই অসাধারণ কৃতিত্বের জন্য “আযহার ওয়েলফেয়ার সোসাইটি,মিশর” তাদেরকে আন্তরিক অভিনন্দন ও তাদের জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছে।


শুভকামনায়: আবুহানিফ সাদী আল-আযহারী
ত্রৈধ মাস্টার্স, হাদিস, ফিকহ এবং আরবি সাহিত্য,
এমফিল গবেষক, আরবি সাহিত্য অনুষদ,
আল-আযহার বিশ্ববিদ্যালয়, মিশর ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.