কবিতা : পরিচয়হীন পরিচিত

জোবায়ের জুবেল

জরায়ুর অবৈধ উত্তাপে ব্যস্ত মুসলিম বীরপুরুষ
মজ্জাগত রশ্মিতে কালো চশমার আবরণ,কবিতা : পরিচয়হীন পরিচিত 3
উন্মাদনায় মত্ত জোয়ারের মাঝি
মানবতার নামে উন্মুক্ত মুসলিম নিধন।

সানগ্লাসের রঙ্গিন আভায় শিহরিত পৃথিবী
অসহায়ের দ্বার নিম্ন চক্ষুসীমা,
সিগারেটের ডগায় বিকিনির পরশ
মুদ্রাশোধিত বিছানার মহিমা।

ঊর্ধ্বে বাজুক অভ্যন্তরের রক্তধ্বনি
কর্ণে মোড়ানো ললাটের জিঞ্জির,
আদি অন্ত মরে মস্তকের বাহিরে
চেতনার বেলকনি বিজ্ঞানেই স্থির।

আমি নই বিস্মিত নই স্তব্ধ
আমি নই অভিধানের ভিতরে,
মহাবিশ্ব কক্ষপথে বিপরীতে চলনবিল
অন্তরজ্বালা জঠরিত অন্তর কুঠরে।

বি: দ্র : এই প্রথম আমি কিছু অশ্লীল শব্দ ব্যবহারে বাধ্য হয়েছি আর তা এমন কিছু পরিস্থিতি দেখে, যা দেখার পর শত অনিচ্ছা সত্ত্বেও এতদিন পর কলম ধরতে হল। এটা অবশ্যই কাউকে ছোট করতে নয় বরং শিক্ষা নেয়ার জন্য লিখা। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল -লেখক

কবিতা : পরিচয়হীন পরিচিত 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *