বিভিন্ন কোম্পানি অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপশিপিং এবং সিপিএ এর মাধ্যমে আয় করার সুযোগ দিয়ে থাকে। অর্থাৎ, কোম্পানির হালাল পণ্য নিজের ওয়েবসাইটের মাধ্যমে অথবা নিজে এড দিয়ে বা প্রমোট করে বিক্রি করা হয় এবং বিক্রিত প্রতিটি পণ্যের থেকে একটি নির্দিষ্ট কমিশন যিনি বিক্রি করে দিয়েছেন, তাকে প্রদান করা হয়। এভাবে কমিশন গ্রহণ করাটা কি হালাল? (কমিশনটা কোম্পানির নির্ধারিত, ওয়েবসাইটের মালিকের কোন হাত নেই)
উত্তর- হ্যাঁ, এভাবে পণ্য বিক্রির মূল্য গ্রহণ করা জায়েজ আছে। শর্ত হল, পণ্যটি অবশ্যই হালাল পণ্য হতে হবে। যদি পণ্য বা সার্ভিসটি কোন ভাবে হারাম হয়ে থাকে, যেমন অনেকে ডেটিং সাইটের সিপিএ করে থাকে, তবে সেখান থেকে উপার্জন করা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম হবে।
وَلَمْ يَرَ ابْنُ سِيرِينَ، وَعَطَاءٌ، وَإِبْرَاهِيمُ، وَالحَسَنُ بِأَجْرِ السِّمْسَارِ بَأْسًا وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” لاَ بَأْسَ أَنْ يَقُولَ: بِعْ هَذَا الثَّوْبَ، فَمَا زَادَ عَلَى كَذَا وَكَذَا، فَهُوَ لَكَ ” وَقَالَ ابْنُ سِيرِينَ: ” إِذَا قَالَ: بِعْهُ بِكَذَا، فَمَا كَانَ مِنْ رِبْحٍ فَهُوَ لَكَ، أَوْ بَيْنِي وَبَيْنَكَ، فَلاَ بَأْسَ بِهِ ” وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المُسْلِمُونَ عِنْدَ شُرُوطِهِمْ»
ইবনু সীরীন, আতা, ইবরাহীম ও হাসান (রহ.) দালালীর মজুরীতে কোন দোষ মনে করেননি। ইবনু ‘আব্বাস (রা:) বলেন, যদি কেউ বলে যে, তুমি এ কাপড়টি বিক্রি করে দাও। এতো এতো এর উপর যা বেশী হয় তা তোমার, এতে কোন দোষ নেই। ইবনু সীরীন (রহ.) বলেন, যদি কেউ বলে যে, এটা এত এত দামে বিক্রি করে দাও, লাভ যা হবে, তা তোমার, অথবা তা তোমার ও আমার মধ্যে সমান হারে ভাগ হবে, তবে এতে কোন দোষ নেই। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমগণ তাদের পরস্পরের শর্তানুযায়ী কাজ করবে। (সহীহ বুখারী-১/৩০৩)
سئل محمد بن مسلمة عن أجرة السمسار، فقال: أرجوا أنه لا بأس به، لكثرة التعامل (رد المحتار، كتاب الإجارة، مطلب فى اجرة الدلال-9/87، تاتارخانية-15/137، رقم-22462
Mas-Ala thik ase. but ekhane ro onek bisoy ase jeta je question korse se clear kore ni. r jini ans disen seo kin2 oivabe research kore ans deyni. Dating site er CPA kora ki jayej hobe nischoi na. + CPA er maximum earning jayej nai. but onekei ay ans ke reference hisebe dekhabe oneke.
Tai adorsso narir moto boro ekta protisthaner kase onurodh thakbe tara jeno ro research kore ro valo moto khutinati jene aysob question er ans dey and aygulor moddhe jegulo haram segulo theke manuske socheton kore
উত্তরে স্পষ্ট উল্লেখ আছে যে এ ধরনের লেনদেন গুলি জায়েজ হবে একমাত্র হালাল পণ্যে। ডেটিং জিনিসটা তো হালাল না। এবং এটি নাজায়েজ হওয়ার ব্যাপারে সবাই একমত।
কাজেই ডেটিং সিপিএ এর ক্ষেত্রে আমাদের উত্তর তো নাজায়েজ ই হল।
Google Adsense Halal Naki Haram? Halal Vabe use korar details bolben. Please
এডের ধরনের উপর নির্ভর করে। যদি হালাল প্রোডাক্টের এড হয় তাহলে সমস্যা নেই। তাই হারাম প্রোডাক্টগুলা ফিল্টার করে দেবেন।
হালাল পণ্যের অ্যালিয়েট বা বিজ্ঞাপনেও এখন প্রায়শই যৌন আবেদনময়ী মহিলাদের ছবি ব্যাবহার করা হয়। যেমনঃ মটরবাইক, প্রাইভেটকার,শিশু-মা পন্য,গৃহস্থালি পন্য,ডিজিটাল গুডস এবং নিত্য প্রয়োজনীয় অন্যান্য পন্য।
সেক্ষেত্রে হালাল পণ্যের অ্যালিয়েটের জন্য ব্যবহৃত লিংক এর উপরে দৃশ্যমান এসব অশালীন ছবির (যা ইসলাম অশালীন মনে করলেও অ্যাফিলিয়েট দাতা বা অ্যাডসেন্স অশালীন মনে করে না) প্রচার অথবা হালাল পণ্যের অ্যাডসেন্সের বিজ্ঞাপনের জন্য সাইটে এসব অশালীন ছবি প্রচার কতটুকু বৈধ থাকবে জানাবেন।। 🙏🙏🙏
উপরন্তু এসব হালাল পণ্যের বিজ্ঞাপনে কি ছবি ব্যবহার করা হবে? পুরুষের না আবেদনময়ী মহিলার তা অ্যালিয়েটকারী বা অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জনকরী ওয়েবসাইট মালিকের নিয়ন্ত্রণে থাকে না।
সেক্ষেত্রে এদসেন্স ইত্তাদির ইনকাম বৈধ হবে না। সবচে ভালো হয় টোটালি বন্ধ করে দিলে। তাহলেই আর কোন ঝামেলা থাকে না।
চমৎকার একটি তথ্য আমাদের সাথে শেয়ার করলেন. তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ-
অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে লিঙ্ক শেয়ার না করলে ভাল হয়।