সি সি ক্যামেরা ও ভিডিও চিত্রের মাধ্যমে যিনা প্রমাণের বিধান

☞ প্রশ্নঃ
মুহতারাম
মুফতী শামী হাফিযাহুল্লাহ !
আমার এক প্রতিবেশী যিনা করে এবং জনৈক ব্যক্তি গোপনে মোবাইলের মাধ্যমে তা ভিডিও ধরন করে এবং পাশের সি সি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি আরও নিশ্চিত হই৷ জানার বিষয় হলো বর্তমান ডিজিটাল যোগে সি সি ক্যামেরার ফুটেজ বা ভিডিও চিত্রের মাধ্যমে যিনা প্রমানিত হবে কিনা? শরয়ী সমাধান জানালে কৃতজ্ঞ হবো!

☞ উত্তরঃ
بسم الله الرحمن الرحيم

শরীয়তে যিনা প্রমানিত হওয়ার জন্য শর্ত হলো চারজন বালেগ, ন্যায়পরায়ণ, মুসলিম ব্যক্তির স্বচোঁক্ষে যিনার ঘটনা দেখা ও আদালতে সাক্ষ্য প্রদান করা৷ আর ভিডিও চিত্র বা সি সি ক্যামেরার ফুটেজের মধ্যে উক্ত শর্ত পাওয়া যায় না৷ কেননা এর দ্বারা সরাসরি ঘটনা প্রত্যক্ষ করা হয়না৷ বরং ঘটনার একটি চিত্র দেখা যায় মাত্র৷ যাতে প্রতারনা, জালিয়াতি ও মিথ্যার বহু সুযোগ রয়েছে৷ তাই ভিডিও চিত্র বা সি সি ক্যামেরার ফুটেজের মাধ্যমে যিনা সাব্যস্ত হবেনা এবং শরয়ী শাস্তিও প্রয়োগ করা যাবেনা৷ তাছাড়া বাংলাদেশে ইসলামী হুকুমত না থাকার কারনে শরয়ী কোন শাস্তিই প্রয়োগ করা যাবেনা৷ তবে সামাজিক ও রাষ্টিয় শাস্তির বিষয়টি ভিন্ন৷

والله اعلم بالصواب

☞ প্রমাণ্য গ্রন্থাবলীঃ
আল কুরআন সূরা নিসা ১৫-নং আয়াত৷
আল কুরআন সূরা নুর ৪-নং আয়াত৷
তাফসীরে জালালাইন ৪/৪৮৫ পৃষ্ঠা৷
তাফসীরে আনওয়ারুল কুরআন ৪/৩১৮ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে শামী ৫/৪৩৫ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে হক্কানিয়া ৫/৫১৬ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে কাসেমীয়া ২/৫৮৫ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে মাদানিয়া ৫/৩১১ পৃষ্ঠা৷
বাদায়েউস সানায়ে ৫/৪০১ পৃষ্ঠা৷
শরহুল মাজাল্লাহ ৫/১৯৯ পৃষ্ঠা৷
আল আশবাহ ওয়ান নাজায়ের ১৯৩ পৃষ্ঠা৷
আল জাওহারাতুন নাইয়্যিরাহ ৪/৮৯ পৃষ্ঠা৷
জাদীদ ফিকহী মাসায়িল ১/৪৪৭ পৃষ্ঠা৷
#উত্তর_লিখনেঃ

মুফতী তাহমীদ শামী
আত তাহমীদ ইসলামীক রিসার্চ সেন্টার বাংলাদেশ
১৫/৯/২০২২ ঈসায়ী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *