প্রশ্নঃ?
মাননীয় মুফতী সাহেব!
আমরা তো যানি মহিলাদের হায়েয অবস্থায় কুরআন তিলাওয়াত করা নিষেধ৷ কিন্তু তিলাওয়াত শোনা নিষেধ কিনা? তাছাড়া মহিলা মাদরাসার শিক্ষিকা তার হায়েয অবস্থায় ছাত্রীদের কুরআন তিলাওয়াত শোনতে পারবে কিনা?
উত্তরঃ
بسم الله الرحمن الرحيم
হায়েয অবস্থায় কুরআন তিলাওয়াত করা নিষেধ৷ কিন্তু তিলাওয়াত শোনা নিষেধ নয়।
যেমন হাদীস শরিফে বর্নিত হয়েছে-
عَنْ عَائِشَةَ، حَدَّثَتْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ، ثُمَّ يَقْرَأُ الْقُرْآنَ
আম্মাজান হযরত আয়িশা রাযিঃ থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কোলে হেলান দিয়ে কুরআন তিলাওয়াত করতেন। আর তখন আমি হায়েযের অবস্থায় ছিলাম। সনদ সহীহ৷ (সহীহুল বুখারী ২৯৭ হাদীস৷ সহীহু মুসলিম ৫৮০ হাদীস৷)
অতএব মহিলাদের হায়েয অবস্থায় কুরআন তিলাওয়াত শোনা অবশ্যই জায়েয হবে৷ তবে কুরআন স্পর্শ করা জায়েয হবেনা৷ কিন্তু একান্ত প্রয়োজনে পবিত্র কাপড় দ্বারা স্পর্শ করা জায়েয হবে এবং কলম ইত্যাদি দ্বারা পৃষ্ঠা উল্টানোও জায়েয হবে৷
والله اعلم بالصواب
#প্রমাণ্যগ্রন্থাবলীঃ
নাসরুল বারী শরহে বুখারী ২/১৮৪ পৃষ্ঠা৷
আদ দুররুল মুখতার ১/২৯৩ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে আলমগীরী ১/১১৭ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে কাসেমিয়া ১/১৩০ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে রহিমীয়া ৪/২৮০ পৃষ্ঠা৷
আহসানুল ফতোয়া ২/৬৭ পৃষ্ঠা৷
ফাতহুল কাদীর ১/১৪৮ পৃষ্ঠা৷
বেহেশতী জেওর ২/২৪০ পৃষ্ঠা৷
মারাকিউল ফালাহ ৭৭ পৃষ্ঠা৷
#উত্তর_লিখনে
মুফতী তাহমীদ শামী