• সুওয়াল :
মহিলাদের জন্য পুরুষদের ড্রেস পরা তো জায়েয না। স্বামী যদি বলে শুধু উনার সামনে পড়তে তাহলে কি এটাও নাজায়েয?
আর স্বামী যদি বলে কপালে টিপ দিতে তাহলে দেয়া যাবে?
✍ জাওয়াব;
পুরুষদের জন্য নারীদের পোশাক, নারীদের জন্য পুরুষের পোশাক কারো সামনেই পরিধান করা জায়েজ নয়।
কপালে টিপ দেয়া হিন্দুয়ানী রুসুম। তাই তা পরিত্যাজ্য। শরীয়ত বিরোধী কাজ করতে স্বামী আদেশ করলে তা মানতে স্ত্রী বাধ্য নয়। কারণ আল্লাহর অবাধ্য হয়ে কারো আনুগত্য করা জায়েজ নেই।
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ»
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ অভিশাপ দিয়েছেন সেসব পুরুষকে যারা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে, আর সেসব নারীদের যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে। [সহীহ বুখারী, হাদীস নং-৫৮৮৫, ৫৫৪৬, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৯০৪]
لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ اللَّهِ
আল্লাহ তাআলার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ নয়। [মুসনাদে আহমাদ, হাদীস নং-১০৯৫, সুনানে তিরমিজী, হাদীস নং-১৭০৭]
عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ:: ” الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ
হযরত আব্দুল্লাহ বিন মাসঈদ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, ব্যক্তি [কিয়ামতের দিন] তার সাথে থাকবে যাকে সে মোহাব্বত করে। {মুসনাদে আহমাদ, হাদীস নং-৩৭১৮, বুখারী, হাদীস নং-৬১৬৮, ৫৮১৬}
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন- যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভূক্ত। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৪০৩১}
ফতওয়া প্রদান;
মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
আপনাদের সাইডে সুয়াল জবাব এ ক্লিক করলে ফাইল ইরোর দেখায়
আমরা তো কোন সমস্যা খুঁজে পাচ্ছি না। আপনি আবার ট্রাই করুন।