ক্বওমী মাদরাসা (কবিতা)


রচনা:মাশকুরা খাতুন আমিনী


হে প্রিয় ক্বওমী মাদ্রাসা,
তুমি অনেক ভালো।
তোমার গুণে জ্বলছে সদা,
দ্বীন ইসলামের আলো।।
ক্বওমী মাদরাসা (কবিতা) 3

.
তোমার গুণে গুণী সবাই,
নারী পুরুষ মোরা।
মাদরাসা জগতে তুমি হলে,
সবার চেয়ে সেরা।।
.
তুমি হলে মুসলিম জাতির,
দুই জাহানের সাথী।
তোমার থেকে শিক্ষা নিয়ে,
জ্বালাবো দ্বীনের বাতি।
.
তুমি হলে মু’মিন জাহানের,
মুক্তির সেরা উছিলা।
কিয়ামত পর্যন্ত চলে যেনো,
তোমার এই সিলসিলা।।।

ক্বওমী মাদরাসা (কবিতা) 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *