জোবায়ের জুবেল
তুমি নববর্ষে হামাগুড়ি খাও
বালিকার পেছনে,
থার্টিফার্স্টে শিহরিত থাক
উলঙ্গ বদনে।
তুমি উচ্চস্বরে উল্লাস কর
যৌবন প্রদীপ জ্বালিয়ে,
আধুনিকতার বাহবা দেখাও
বংশের মুখ তলিয়ে।
অশ্লীলতার নাম দিয়েছ
মডার্ন স্মার্টনেস,
গোলকধাঁধায় উন্মাদ তুমি
জীবনের গতি শেষ।
মুসলিম তুমি মুসলিম জানি
সারা বিশ্বের পথ ছায়ায়,
তবে নিজ নববর্ষে শূন্য কেন আজ
মুখ ঢাকি লজ্জায় !