এস এম সোহাইবুল ইসলাম
মুর্খতার লোকের সমাহারে নিমজ্জিত ছিলো চারদিকে,
রবের কথা ভুলে তারা
লাতের কাছে যেতো দুঃখে।
তাদের তুমি দিশা দিতে
আসলে ধরার এই মাজে,
কুফর-শিরক বিলিন করে
গড়লে ধরা নতুন সাজে।
পুলকিত বিশ্ব বুকের
সব মাখলুকাত যত,
তুমি আসায় এরা সবাই
প্রভুর সেজদায় রত।
সৃষ্টিকুলের সেরা মানব
তুমি বিশ্বনবী,
তুমি বিনে ইয়া নফছি
বলবে আদম!সবি।