আসসালামু আলাইকুম, আমি এই প্রথম প্রশ্ন করছি তাই আশা করি আমার প্রশ্নের সঠিক উত্তর টি আপনারা দিবেন,, জাযাকাল্লাহ বিল খইর। বর্তমান যুগে অনেকেই বিয়ের আগে ছেলে বন্ধুর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে,এতে অনেকের গর্ভে সন্তান এসে পড়ে, বিয়ে না করে সন্তান জন্ম নিলে তাকে অনেক জারজ সন্তান বলে, আমার প্রশ্নটি হলো যদি বিয়ের আগে পেটে সন্তান আসে তাহলে কি সেই সন্তানকে কী জন্ম দেওয়া যাবে? অনেকেই আছে এব্রোশন করিয়ে বাচ্চা নষ্ট করে ফেলে,এতে কেমন ধরেন গুনাহ হতে পারে? বিয়ের আগেই যদি বাচ্চা পেটে আসে আর এই বাচ্চা জন্ম নেওয়ার আগেই যদি ছেলে-মেয়ে দুইজনে বিয়ে করে নেই তাহলে তাদের সন্তানকে কী বৈধ বলা যাবে? বিয়ের আগেই বাচ্চা পেটে আসার জন্য তাকে নষ্ট করে দেওয়া টা কি ঠিক হবে? বা যদি বাচ্চাটি জন্ম নেই তারপর তার মা-বাবা তাকে নিজেদের কাছে না রেখে অন্য কাওকে দান করে দেই তাহলে কী গুনাহ হবে?
Please login or Register to submit your answer