যাকাত আদায় প্রসঙ্গে

abu hanif asked 5 years ago

আল্লাহর হুকুম যাকাত ফরজ । আদায় করা অবশ্যই জরুরী
প্রশ্ন ব্যবসার জন্য দেওয়া টাকা (আমার টাকা শরিকদারের শ্রম লাভের 50%,50%)। 6-8 মাস কোর লাভ দেয়নাই , এখন ব্যবসা করেনা ,তারপর আমার সাথে দ্বিতীয় বার চুক্তি হইছে যতদিন আসল টাকা দিতে পারবে না ততদিন মাসে 4000 হাজার টাকা করে দিবে, মৌখিক ভাবে 1000 টাকা কম করে 3000টাকা করে কিছু দিন দিয়েছে। এখন আমি জানতে পারলাম এভাবে এটা সুদ হবে । এজন্য আমি তাকে বল্লাম মাসে যদি 20,000 টাকা করে দিতে পার তাহলে লাভ না দিয়ে আসল দিয়ে দাও, আমার শরীকদার 10,000 হাজারের উপর রাজি হয়েছে । এক মাস দিয়েছে তারপরের মাস দেয়নাই এইমাসে ও এখনো দেয়নাই। এই মুহুর্তে আমার উপর সেই টাকার যাকাত ফরজ কিনা জানাইলে কৃতজ্ঞ থাকিব।

1 Answers
উপরোক্ত প্রশ্নতে বিষয়টা স্পষ্ট ভাবে ক্লিয়ার হয়নি । এখানে মূল যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে, উপরোক্ত টাকায় যাকাত আসবে কিনা এ দ্বারা কোন টাকাকে বুঝানো হয়েছে সেটা বুঝিনি। সর্বপ্রথম যে টাকাটা ব্যবসার উদ্দেশ্যে জমা দেওয়া হয়েছিল সে টাকা বুঝানো হয়েছে নাকি সে বেনিফিট হিসেবে যে 10 হাজার নাকি কয়েকবার করে যে 3000 করে দিয়েছিল সেটা বুঝানো হয়েছে এগুলো বিস্তারিত বলুন।  প্রশ্নটা আপনি আরো বিস্তারিত ভাবে লিখুন যাতে আমাদের পুরো ব্যাপারটা বুঝতে কোন বেগ পেতে না হয়।  তবে সবচে ভাল হবে এ নিয়ে আমাদের মুফতি প্যানেলে সরাসরি কথা বললে।   

সুওয়াল-জাওয়াব বিভাগের নাম্বার:

? +8801923295995
(সুওয়াল-জাওয়াব নাম্বারে মাসআলা জানতে সময়- আসর থেকে ইশা