তালাক দেয়ার পর পুনরায় গ্রহণ প্রসঙ্গে

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাতালাক দেয়ার পর পুনরায় গ্রহণ প্রসঙ্গে
Solayman hossan asked 5 years ago

আসসালামু আলাইকুম, জনাব, আমার গত এক বছর আগে পারিবারিক ভাবে এক মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার সাথে আমারৃ কোন ধরনের বনিবনা হচ্ছিল না। এক পর্যায় দুই পরিবার মিলে বিচেছদের সিধান্ত নেয়,এবং বিচেছদ হয়ে যায়। বিচেছদের ধরন টা ছিলো এমন যে,আমি এবং মেয়ে কেউই মুখে তালাক শব্দ উচ্চারণ করি নাই। দুই জন দুই বাসায় বসে বাংলাদেশে সরকার কতৃক নির্ধারিত তালাক ফরমে দসতখাত করেছি। ইতোমধ্যে পাচ মাস গত হয়ে গেছে। এখন মেয়ে তার ভুল বুঝতে পেরে পুনরায় আমার কাছে ফিরে আসতে চায়। এমতাবস্থায় ওই মেয়ে কে গ্রহন করার সুযোগ কি আমার আছে? কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

1 Answers
তালাকনামায় দস্তখত করার কারণে আপনাদের উভয়ের মাঝে তালাক সংঘটিত হয়ে গেছে। এখন দেখতে হবে তালাকনামায় কোন প্রকারের তালাকের উল্লেখ আছে। যদি তালাক রজয়ী উল্লেখ থাকে তাহলে বিয়ে ছাড়াই আপনারা পুনরায় সংসার করতে পারেন। আর যদি বাইন তালাক উল্লেখ থাকে তাহলে পুনরায় ঘর সংসার করতে হলে বিয়ে করে নিতে হবে।