তিন তালাক দেয়ার পর পুনরায় বিবাহ প্রসঙ্গে

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাতিন তালাক দেয়ার পর পুনরায় বিবাহ প্রসঙ্গে
Md Rafikul Islam asked 6 years ago

প্রশ্নঃ

নাম রফিকুল ইসলাম!

বরগুনা পাথরঘাটার,

আমাদের গ্রামে একজন দম্পত্তি দুই বছরের অধিক সময় সংসার করেছে।

ছেলে প্রবাশে থাকে মেয়ে শশুড়বাড়ি থাকে।
এক বছরের বেশী সময় হয়েছে তাদের তালাক হয়েছে অর্থাৎ ছেলে তালাক দিয়েছে মেয়েও তালাক গ্রহন করেছে!

এই একবছরে ছেলে আরেকটি বিয়ে করেছে। সে বিয়েটিও প্রবাশ থেকে তালাক দিয়েছেন।

এখন ছেলে আগের তালাক প্রাপ্ত বউয়ের সাথে কথা বলে।
এবং তাদের বিয়ের আয়োজন নতুন করে চলছে।
প্রবাশ থেকে দেশে এসেই আগের তালাক প্রাপ্ত বউকে বিয়ে করবে!

প্রশ্ন হলো আগের তালাক প্রাপ্ত বউয়ের কোন বিয়ে হয়নি!

সে ক্ষেত্রে এই বিবাহ কত টুকু শরিয়ত সমার্থন করে।

অথবা বিয়ে হবে কিনা!
বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকবো!

দয়া করে জানান এই মাসের শেষে এসেই এই বিয়ের আয়োজন হবে।।

বিশেষ দ্রষ্টব্যঃ আমার খুবই নিকটতম আত্মীয়।
যার কারনে জিজ্ঞেস করা।
যদি কোন স্থায়ী গুনাহ হয়ে যায়!!

1 Answers
আপনার বক্তব্য অনুযায়ী স্বামী তিনবারের বেশি মুখে তালাক দিয়ে দিয়েছে... সুতরাং এক্ষেত্রে হালালা করা ছাড়া ওই মেয়েকে বিবাহ করা বৈধ হবে না এবং এটি কোনোভাবেই শরীয়ত সমর্থিত বিয়ে হবে না । কাজেই নিকটাত্মীয়কে চিরস্থায়ী গোনাহের থেকে বাঁচাতে আপনাকে যা কিছু করা সম্ভব সবই করতে হবে । ধন্যবাদ