নামাজ

আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটি হল- আমাদের এখানে জনৈক মুফতি সাহেব দা.বা. বলেন যে, ফরজ ওয়াজিব নামাজ ব্যতিত সুন্নত নফল নামাজের জন্য নিয়ত জরুরি না অর্থাৎ ফরজ না । তার কথাটুকু কতটুকু যথার্থ, অথচ আমি জানি সকল নামাজের নিয়ত করা ফরজ । দলিলসহ জানালে উপকৃত হব ইংশাআল্লাহ!
1 Answers
সুন্নত ও নফল নামাজে শুধু নামাজের নিয়ত যথেষ্ট। আর ফরজ ওয়াজিব এর ক্ষেত্রে স্বতন্ত্র নিয়ত ও ওয়াক্তের নিয়ত করতে হবে ।উক্ত নিয়ত সমূহ মনে মনে করলেই চলবে মুখে উচ্চারণ করা আবশ্যক নয়।   আসলে নিয়ত কাকে বলে এ জিনিসটা মানুষ বুঝতে ভুল করে।  কেউ নামাজ পড়ার জন্য যখন দাঁড়ায় সে তো নামাজ পড়ার ইচ্ছা করেই দাঁড়ায়। এইযে সে ইচ্ছে করল নামাজের। এটাই নিয়ত। মুখে মুখে বলতে হবে এমন কিছুই না আসলে।  মানুষ যখন উদাহরণস্বরূপ জোহরের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয় তখনই তার এই রওনা হওয়াটাই নামাজের নিয়ত হিসেবে গণ্য হয়ে যায়। আর মসজিদে ঢোকা তারপরে নামাজের কাতারে গিয়ে দাঁড়ানো এসব তো আরো ভালভাবে তার নিয়ত ফুটিয়ে তোলে। কাজেই আলাদা মুখে নিয়ত করার তো কিছুই নেই।  শুধু এটা জানলেই চলবে যে সে কোন ওয়াক্তের নামাজ পড়ছে।