করোনা ভাইরাস : মাদরাসা ছুটি এবং পরীক্ষা বিষয়ক সিদ্ধান্ত নিতে কাল হাইআতুল উলয়ার বৈঠক

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার থেকে রক্ষা পেতে দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে মাদরাসাসমূহ ছুটি এবং কেন্দ্রীয় পরীক্ষা বিষয়ক সিদ্ধান্ত নিতে আগামীকাল সকাল ১০ টায় বৈঠকে বসবেন কওমী মাদরাসা সমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড হাইআতুল উলয়ার কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ।

হাইআতুল উলয়ার সদস্য এবং বেফাকুল মাদারিসের সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু মাসিক আদর্শ নারীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, শিক্ষাবর্ষ শেষ হয়ে আসা এবং পরীক্ষা নিকটে চলে আসায় ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোতে সবক বন্ধ আছে। তবে করোনা সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে মাদরাসা ছুটি দেওয়া হবে কি না সে বিষয়ে এখন পর্যন্ত পারস্পরিক কিছু মতবিনিময় হয়েছে। আগামীকাল সকাল ১০ টায় এ বিষয়ে মিটিং শেষে সিদ্ধান্ত জানানো হবে।

করোনার কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হলে বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা পেছানো হবে কি না জানতে চাইলে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত দুই রকম মতই পাওয়া যাচ্ছে। তবে আগামীকাল সকাল ১০ টার পরে নিশ্চিত করে কিছু একটা জানানো সম্ভব হবে।

 

——————————–

মাসিক আদর্শ নারীর ওয়েবসাইটে বিজ্ঞাপনের নিয়মাবলি
https://adarshanari.com/featured-2/7150/

মাসিক আদর্শ নারী পরিচালিত মেয়েদের জন্যে ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা খাতুনে জান্নাত এর ফেসবুক পেইজ
https://www.facebook.com/MadrasaKhatuneJannat

সাইটের ফেসবুক পেইজ
https://www.facebook.com/adarshanari.web

অফিসিয়াল ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/adarsha.nari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *