মুসলিম নারীদের জন্য মসজিদ থেকে ঘরে নামাজ পড়া অধিক উত্তম বলে মন্তব্য করেছেন পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর প্রেসিডেন্ট জেনারেল ড. আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস।
তারাবী পূর্ব পবিত্র বাইতুল্লাহ শরীফে সমাগত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে শায়েখ সুদাইস বলেন, অনুত্তম জানা সত্ত্বেও নারীদের যদি মসজিদে নামাজ আদায় করতেই হয়, তবে তাঁরা কখনই পুরুষদের সঙ্গে এক কাতারে মিশে নামায আদায় করবে না। তাঁদের জন্য মসজিদের নির্ধারিত সেপারেট কাতারগুলিতেই তাঁরা নামাজ আদায় করবে।
তিনি বলেন, আমাদের বোন মুসলিম নারীদের জন্য একটি আহবান করছি, যে সকল মুসলিম রমণীগণ বাইতুল্লাহ শরীফে নামাজ আদায়ের জন্য আসেন, অবশ্যই এটা তাঁদের জন্য কল্যাণকর এবং অনেক সাওয়াব অর্জনের মাধ্যম। কিন্তু তাঁদের উচিৎ বাইতুল্লাহ শরীফের সম্মান ও আদব রক্ষার প্রতি আগ্রহী হওয়া। লজ্জা ও শালীনতা বজায় রেখে সম্পূর্ণ শরয়ী পর্দা ও নিজের আব্রুর হেফাজতের প্রতি লক্ষ্য রেখে তাঁদের মসজিদে অবস্থান করা উচিত।
হাদিসের উদ্ধৃতি দিয়ে হারামাইনের ইমাম ও খতীব বলেন, আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে বাধা দিও না, কিন্তু তাঁদের ঘরই তাঁদের (ইবাদতের) জন্য উত্তম, (আর যদি বের হয়ই) তাহলে তাঁরা যেন সুগন্ধি মাখানো এবং সৌন্দর্য প্রকাশ করা থেকে বিরত থাকে।
————————————————————
লাইক করুন সাইটের ফেসবুক পেইজে সাথে Following অপশন থেকে See First করে রাখুন www.facebook.com/Adarshanari.web
লাইক করুন মাসিক আদর্শ নারীর ফেসবুক পেইজে সাথে Following অপশন থেকে See First করে রাখুন https://www.facebook.com/Adarsha.Nari
যোগ দিন মাসিক আদর্শ নারীর ফেসবুক গ্রুপে https://www.facebook.com/groups/Adarsha.Nari
Valo
জাযাকাল্লাহ খাইর
Jajakallha ,Hazrot sudais hujur ka allha hayet Dan korun .uttom kotha bolasan.sober mana ushit
আমীন। জাযাকাল্লাহ
Abdur Rahaman Sudaysi Er Photo Use kore tar name mitthachar…??? onner photos use kore r koto mittha kotha bolbe, tar kothar Refarence Koy,, Parle Original Video Upload kore dekhan
Please let me know what you want to know from me.
কি বলতে চাইলেন বুঝিনি।