দক্ষিন-পূর্ব তুরস্কের মারদিন প্রদেশে গত ৪ঠা মার্চ, সোমবার একটি দেওয়াল ধ্বসে পড়ার পর তুর্কি স্থপতিরা এর অভ্যন্তরে চাপা পড়া ওসমানী যুগের একটি মসজিদের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন।
মারদিন আরতুকলো বিশ্ববিদ্যালয়ের সহায়ক গবেষক এমিন সেলজুক তাসার আনাদোলু এজেন্সীকে জানান, তীব্র বৃষ্টিতে দেওয়ালটি ধ্বসে পড়লে মসজিদের ধ্বংসস্তুপটি বেরিয়ে আসে। ধারনা করা হচ্ছে এটি হারিয়ে যাওয়া মুহাম্মদ আল গাযী মসজিদ।
তাসার জানান, গবেষকরা বর্তমানে এই মসজিদটি সম্পূর্ণরূপে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে।
ইউনেস্কোর তুর্কি কমিশন বোর্ডের সদস্য মুরাদ চাগলায়ান জানান, ওসমানী শাসনামলে মসজিদটি ১৭ থেকে ১৮ শতকের মধ্যে নির্মিত হতে পারে।
الحمد لله على كل حال
জাযাকাল্লাহ খাইর
ان الله عالم غيب السموات والأرض
জাযাকাল্লাহ খাইর