ভবিষ্যত প্রজন্মকে মসজিদমুখী করার লক্ষ্যে খুলনার কয়েকটি মসজিদে নামাজ পড়তে আসা শিশুদের চকলেট, টুপি ও আতর উপহার দিয়েছে ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে নগরীর নিরালা মসজিদ, টাউন জামে মসজিদ, নিউমার্কেট বায়তুন নূর মসজিদ, ময়লাপোতা মসজিদ ও পিটিআই জামে মসজিদের ২৫০ জন শিশুর মাঝে এগুলো বিতরণ করা হয়।
ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা খুলনার একটি সেচ্ছাসেবী সংগঠন। বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার দুস্থদের মাঝে বিতরণ করে আলোচনায় আসে সংগঠনটি। পরবর্তীতে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার ও পোশাক বিতরণ, বীর মুক্তিযোদ্ধার জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে সংগঠনটি।
ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থার সভাপতি শাহরিয়ার কবীর মেঘ জানান, ভবিষ্যত প্রজন্মকে মসজিদমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিন ২৫০ জন শিশুর হাতে উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও দেওয়া হবে।