কুরআনের নির্দেশনা মেনে কাজ করার আহবান পাকিস্তান প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি পাকিস্তানে মাজহাবগত দ্বন্দ্ব ও উত্তেজনা ছড়িয়ে পরা প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি সবাইকে কুরআনের নির্দেশ মেনে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, পাকিস্তানের সব মাজহাব ভিত্তিক দল ও সংগঠনের উচিত ঐক্যের লক্ষ্যে কাজ করা। অনৈক্য ও বিভেদ এড়িয়ে চলা এবং কুরআনের নির্দেশ মেনে কাজ করা।

মাজহাবগত দ্বন্দ্ব ও উত্তেজনার পেছনে বাইরের হস্তক্ষেপ আছে দাবি করে তিনি বলেন, কোনো মাজহাবের অধিকার নেই অন্য মাজহাবের লোকদের কাফের হিসেবে ফতোয়া দেওয়া। শত্রুরা দেশে অনৈক্য ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার জন্য সব সময় ষড়যন্ত্র করছে।

আরিফ আলভি বলেন, ইসলামের শত্রুদের নানা অপকর্মের ইতিহাস আমাদের জানা। ইসলামের শত্রুরা নিজেদের স্বার্থে মুসলমানদেরকে এবং মুসলিম দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে উসকানি দেয়। ইরান-ইরাক যুদ্ধে আমরা দেখেছি বিশ্বের শক্তিধর দেশগুলো তাদের অস্ত্র বিক্রির জন্য ইরাককে ইরানের বিরুদ্ধে উসকে দিয়েছিল।

এ সময় তিনি কাশ্মীর ও ফিলিস্তিন সমস্যা সমাধানে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘের উচিৎ আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী সমস্যার সমাধান করা।

-পার্সটুডে

One thought on “কুরআনের নির্দেশনা মেনে কাজ করার আহবান পাকিস্তান প্রেসিডেন্টের

  1. alhamdulillah.
    Islam is a religion which nominated by Allah.
    By the grace of Allah, every body pray for junior lyricst.
    Seyam Ahammed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *