১ বছর মেয়াদী ইফতা কোর্স ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি চলছে

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অসংখ্য শুকরিয়া। সাফল্যের সাথে দুটি শিক্ষাবর্ষ অতিক্রমের পর ৩য় বারের মত আমরা আয়োজন করতে যাচ্ছি অনলাইন ইফতা কোর্সের।

মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী (দা. বা.) কর্তৃক পরিচালিত

জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া–ঢাকা-এর উদ্যোগে

১ বছর মেয়াদী ইফতা বিভাগ (অনলাইন)

আসন্ন নতুন শিক্ষাবর্ষে ১ বছর মেয়াদী অনলাইন ইফতা বিভাগে ভর্তি চলছে।

প্রিয় তালিবুল ইলম!

দাওরায়ে হাদীস সম্পন্ন করার পর দ্বীনের বিভিন্ন সেক্টরে নিজেদের সুযোগ্য করে গড়ে তুলতে তাখাসসুস বিষয়ে পাঠ গ্রহণ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে ইফতা, তাফসীর, আদব প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপর তাখাসসুস পড়ার সুযোগ রয়েছে। অত্যন্ত কর্মব্যস্ত যারা তাখাসসুস পড়ার অনেক বেশি আগ্রহ রাখেন কিন্তু ব্যস্ততার কারণে মাদরাসায় গিয়ে সশরীরে দারসগ্রহণ করা সম্ভব হয় না, শুধুমাত্র তাদের জন্যে অনলাইনের মাধ্যমে দারসে অংশ নিয়ে তাখাসসুস ফিল ইফতা সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ইফতা বিভাগ চালু করেছি আমরা।

ইফতা ও ফিকহে ইসলামীতে ব্যুৎপত্তি অর্জন করে ফাতওয়ার বিষয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য এ এক মোক্ষম সুযোগ। আমাদের এখানে রয়েছে সুযোগ্য ও দক্ষ মুফতীয়ানে কিরাম উস্তাযগণের মাধ্যমে পাঠদান ও যথোপযুক্ত পথনির্দেশনা। আপনি যদি নিজেকে একজন আদর্শ ফিকহবিদ ও ফাতওয়ার ভুবনে নিজেকে দক্ষ হিসেবে দেখতে চান, তাহলে আমাদের এই ইলমী মারকাযে আপনাকে স্বাগতম।

ইফতায় ভর্তির যোগ্যতা :–

➠ ইফতা বিভাগে ভর্তি হওয়ার জন্য দাওরায়ে হাদীস তথা হাইআতুল উলয়ার পরীক্ষায় মুমতায অথবা জাইয়্যিদ জিদ্দান রেজাল্ট হতে হবে। রেজাল্টের কপি ছবি তুলে মারকাজ কর্তৃপক্ষের নিকট পাঠাতে হবে। সেই সাথে ফাতওয়া বা তামরীন লেখার মতো যোগ্যতা থাকা আবশ্যক।

উপরোক্ত বিষয়সমূহের সাথে মৌখিক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মৌখিক পরীক্ষা নেয়ার বিষয় :

হিদায়া সালিস (কিতাবুল বুয়ু) ও ক্ষেত্রবিশেষ নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।

ভর্তির নিয়মাবলী :–

◈ অনলাইনে ভর্তি ফরম পূরণ করে সাবমিট করলে আপনাকে মারকাজের গ্রুপে এড করা হবে। এরপর ভর্তি পরীক্ষার জন্য মেসেঞ্জারে কল করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তির জন্য নির্বাচিত হবেন এবং ভর্তি ফি পাঠিয়ে কাজ সম্পন্ন করতে হবে।

ইফতায় ভর্তি হতে নিচের গুগল ফর্ম পূরণ করুন 

https://forms.gle/8YVDnkee56byS2779

ভর্তি শুরু—-

১ এপ্রিল ২০২২ থেকে ১৩ মে ২০২২ রোজ শুক্রবার পর্যন্ত কোটা পূরণ সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে।

ক্লাস শুরু—-

(সম্ভাব্য) ১৪ মে শনিবার ২০২২ ইং মোতাবেক ১২ শাওয়াল ১৪৪৩ হি.।

খরচের বিবরণ :–

☞ ভর্তি ফরম : ফ্রি।

☞ ভর্তি ফি : ৩০০০ /=।

☞ মাসিক ফি (বেতন ও অনলাইন ব্যবস্থাপনা) : ২০০০/=। 

বিশেষ অফার —

অফার ১ —  ২৫ রমযানের মধ্যে ভর্তি হলে প্রথম ৩০ জনের জন্যে বিশেষ ডিসকাউন্ট  :- ভর্তি ফি (৩০০০/-)  ২০০০/-  ও মাসিক প্রদেয় (২০০০/-)  ১৫০০/-।

অফার ২ — ইফতা পড়ার ইচ্ছে রাখে এমন কাউকে মারকাযে রেফার করলে এবং যাকে রেফার করা হয়েছে তিনি মারকাযে ভর্তি হলে উভয়জনের জন্য ৫০০ টাকা করে ভর্তি ফি ডিস্কাউন্ট থাকবে ইনশাআল্লাহ।

বি. দ্র. যদি কেউ আর্থিক অসচ্ছলতার কারণে পুরো ফি প্রদানে অসামর্থ হন, তিনি বেতন কিছুটা হ্রাসের জন্য আবেদন করলে ইমদাদী ফান্ড থেকে তাকে সে ব্যাপারে সহায়তা দেয়া হতে পারে। এ জন্য তাকে মারকাজ বরাবর আবেদন করতে হবে। আবেদন করতে এই ফেসবুক আইডিতে মেসেজে আবেদন পাঠাবেন facebook.com/said.al.hasan

ক্লাস সম্পর্কে জরুরী জ্ঞাতব্য 

  • প্রতি সপ্তাহে ৫ দিন ক্লাস হবে। সোমবার ও শুক্রবার ছুটি। 
  • প্রতিদিন আধা ঘণ্টা করে ৪টি ক্লাস অনুষ্ঠিত হবে। 
  • ক্লাস প্রতিদিন দুপুর ২টা থেকে ৪ পর্যন্ত ২ঘণ্টা অনুষ্ঠিত হবে। সিজনজনিত কারণে সময় কিছুটা এদিক সেদিক হতে পারে। বাকি সময়টা যার যার সুবিধামতো কিতাব মুতালা‘আ ও তামরীন করবেন। 
  • ক্লাসের পুরো সময়টা সার্বক্ষণিক ভিডিও অন রেখে সকলের জন্যে ক্লাসে উপস্থিত থাকা আবশ্যক।
  • প্রতিদিন হাজিরা হবে। ক্লাসে উপস্থিতির উপর ভিত্তি করে পরীক্ষায় এক্সট্রা নাম্বার যোগ হবে। হাজিরায় উপস্থিতির উপর পুরস্কার থাকবে। 
  • দাখেলাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ফেসবুক-মেসেঞ্জারে একটিভ থাকতে হবে। ফেসবুক-মেসেঞ্জারের বিষয় না জানলে কারো থেকে শিখে নিতে হবে। প্রয়োজনে ইউটিউব দেখা যেতে পারে। 
  • ভিডিও ভিত্তিক দারসের জন্য উপযুক্ত ডিভাইস (এন্ড্রয়েড বা পিসি/ল্যাপটপ) ও কমপক্ষে ২ এমবিপিএস নেট কানেকশন থাকতে হবে।  
  • ভর্তি কমপ্লিট হলে ইফতা বিভাগের বিশেষ সিক্রেট গ্রুপে এড করা হবে। প্রতিদিন ক্লাসের লিঙ্ক ওই গ্রুপে দেয়া হবে। প্রতিদিনের ক্লাস উক্ত সিক্রেট গ্রুপে অথবা ইউটিউবে লাইভ হবে। 
  • প্রতিদিনের ক্লাস ইউটিউবেও আপলোড করা হবে। পড়া বুঝে না আসলে ভিডিও দেখে আয়ত্ত করা যাবে। অন্যথায় আসাতিজায়ে কিরাম তো আছেনই। 
  • ক্লাস অনুষ্ঠিত হবে জুম সফটওয়্যারের মাধ্যমে। গুগল প্লেস্টোর থেকে Zoom cloud meeting নামের অ্যাপটি নামিয়ে নিয়ে একাউন্ট খুলে রাখতে হবে । জুম সম্পর্কে বিস্তারিত জানতে এই টিউটোরিয়ালটি দেখে নিন https://www.youtube.com/watch?v=FPFdMSE9EVU 

জুম ইন্সটল লিঙ্ক 

পিসি https://zoom.us/client/latest/ZoomInstaller.exe

জুম মোবাইল https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings

ইন্সটল শেষ হলে একটি একাউন্ট করে রাখুন।

  • ক্লাসে যুক্ত হওয়ার ক্ষেত্রে একটি মোবাইল স্ট্যান্ড ও ভালো মানের হেডফোন হলে সুবিধা হবে। 
  • সারা বছর অন্তত ৪০টি তামরীন আবশ্যক। কাজেই বছরের শুরু থেকেই তামরীনে মনোযোগী হতে হবে। আর এর জন্য দারসের কিতাবাদি ছাড়াও ফাতওয়ার নির্ধারিত কিতাবসমূহ মুতালা‘আ করতে হবে।
  • প্রতিদিনের পড়া প্রতিদিন ইয়াদ করা আবশ্যক। আসাতিজায়ে কেরাম নিয়মিত সবক শুনে থাকেন। 

 

জামি‘আ মারকাযুদ দুরূসের আসাতিযায়ে কিরাম :

  • মুফতী আবুল হাসান শামসাবাদী
  • মুফতী সাঈদ আল হাসান
  • মুফতী উবাইদুর রহমান হাম্মাদ
  • মুফতী আব্দুর রহমান ফাইয়াজ
  • মুফতী আমীনুর রশীদ মামনূন

 

ইফতা বিভাগের কিতাবসমূহ : 

=================================

(১) আল-আশবাহ ওয়ান নাজায়ির

(৩) মুকদ্দমায়ে দুররুল মুখতার / রদ্দুল মুহতার

(৪) শরহু উকূদি রসমিল মুফতী

(৪) ক্বাওয়ায়িদুল ফিক্বহ

(৫) হিফজুন নুসূস (বিষয়ভিত্তিক আয়াত ও হাদীস মুখস্তকরণ) 

(৬) মাজাল্লাতু আহকামিল আদলিয়্যাহ 

(৭) উসূলুল ইফতা ওয়া আদাবুহু

(৮) আস-সিরাজী ফিল মীরাছ

(৯) ফিকহী মুহাযারাহ (বিষয়ভিত্তিক বিস্তারিত পর্যালোচনা) 

(১০) তামরীনুল ইফতা 

 

সার্বিক যোগাযোগ 

—————————————

জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া

الجامعة مركز الدروس الاسلامية

৭৮/৫-এ, মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা।

☎ 01715-039399,  01710-709598

মুহতামিম – facebook.com/mahasan.shamsabadi

শিক্ষাসচিব  www.facebook.com/said.al.hasan

মারকাজের ফেসবুক পেজ – https://www.facebook.com/Markazud.Durus

মারকাজের ফেসবুক গ্রুপ – https://www.facebook.com/groups/markajud.durus

মাসিক আদর্শ নারী ফেসবুক পেজ https://www.facebook.com/Adarsha.Nari/

মাসিক আদর্শ নারী অফিসিয়াল গ্রুপ https://www.facebook.com/groups/Adarsha.Nari/

 

———————————————

3 thoughts on “১ বছর মেয়াদী ইফতা কোর্স ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি চলছে

  1. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি ভর্তি হতে ইচ্ছুক। আলহামদুলিল্লাহ আমার ফলাফল ও ভালো। তবে আর্থিক সমস্যায় ভূগছি।

  2. 2023 সালে এই কোর্সে ভর্তি হতে চাই, ভারত থেকে, জানতে চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *