নিজামুদ্দিনের নেতৃত্ব নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তারা ইজতেমায় অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন সাদপন্থী নেতারা। আজ দুপুরে ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন সাদপন্থী নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলাম।
তাবলিগের মুরব্বি ইন্জিনিয়ার মাহফুজুল হান্নান গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ সাদপন্থী অন্যান্য মুরব্বিরা জানিয়েছেন নিজামুদ্দিনের নেতৃত্ব নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ইজতেমায় অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হবে না।
তবে ইজতেমার প্রতি তাদের সমর্থন ও সহযোগিতা থাকবে বলে নিশ্চিত করেছেন তারা। সৈয়দ ওয়াসিফুল ইসলাম বলেছেন, আমরা সম্মিলিতভাবে অংশগ্রহণ না করলেও আমি ব্যক্তিগতভাবে ইজতেমায় অংশগ্রহণ করবো।
এর আগেও সকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকেও তারা অভিন্ন ইজতেমার সিদ্ধান্ত থেকে সরে আসার চেষ্টা করে বলে জানান বৈঠক সূত্র। তারা সেখানে প্রস্তাব করে যে, এই ইজতেমা উলামাদের নেতৃত্বে হোক আমাদেরকে ভিন্ন সময় দেন অথবা আগামী বছর আমাদেরকে ভিন্নভাবে করার সুযোগ দিলেই হবে। তবে বৈঠকের অন্যান্যরা এই বিষয়ে ভিন্নমত দেওয়ায় তারা বিষয়টি সাময়িকভাবে মেনে নেন।
এরপর দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের বৈঠকে আবারও বিষয়টি উত্থাপিত হলে তারা নিজের অটল অবস্থানের কথা জানান।