প্রশ্ন : সড়ক দুর্ঘটনায় মারা গেলে সে কি শাহাদাতের সওয়াব পাবে? এবং তাকে কি গোসল দেওয়া হবে?
জবাব : সড়ক দুর্ঘটনায় মারা গেলে শাহাদাতের সওয়াব পাবে। তবে অন্য মৃত ব্যক্তিদের মতো তাকে গোসল দিতে হবে। এবং তার জানাজার নামাজও পড়তে হবে। (আল বাহরুর রায়েক : ২/২২১; ফাতাওয়া শামি : ২/২৪৮; খাইরুল ফাতাওয়া : ৩/১৪৮)।
উত্তর দিয়েছেন: মুফতি হিফজুর রহমান