শায়খ আহমাদুল্লাহ
রাসুলুল্লাহ (সা.) মাঝেমধ্যে খালি পায়ে হাঁটতে নির্দেশ করেছেন। (সুনানে নাসাঈ : ৪১৬০, মুসনাদে আহমাদ : ২৩৯৬৯)। হাদিসবেত্তারা বলেন, ‘মাঝে মাঝে খালি পায়ে হাঁটলে বিনয় আসে, অহমিকা দূর হয় এবং স্বাস্থ্যের জন্য উপকারী।’ কিন্তু এক পায়ে জুতা পরিধান করে অন্য পা খালি রেখে হাঁটতে নিষেধ করা হয়েছে হাদিসে।
এরশাদ হয়েছে, ‘তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। হয়তো উভয় পায়ে জুতা পরে হাঁটবে নয়তো উভয় পায়ের জুতা খুলে হাঁটবে।’ (বোখারি : ৫৮৫৫; মুসলিম : ২০৯৭)।
শায়খ বিন বাজ (রহ.) কে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, যদি মসজিদ থেকে বের হওয়ার সময় একটি জুতা কাছে থাকে আরেকটি সামান্য দূরে এ অবস্থায় একটি জুতা পরে দুই এক কদম হেঁটে গিয়ে অপরটি পরলে কি সমস্যা আছে? জবাবে তিনি বললেন, ‘আল্লাহ ও রাসুলের নিষিদ্ধ পথে এক পাও অগ্রসর হওয়া উচিত নয়’!