মুহাম্মদ ফয়জুল্লাহ
আলেম ও লেখক
মানুষের হৃদয় ও আত্মার জন্য কুরআনের চেয়ে বেশী উপকারী কিছু নেই। আমাদের জীবনের যাবতীয় প্রশ্নের উত্তরের পাশাপাশি কুরআন আমাদের আত্মার জন্য প্রশান্তি ও পরিতৃপ্তির কাজ করে। আমাদের জীবনের জন্য সত্য-মিথ্যার মানদন্ড নির্ধারনের মাধ্যমে কুরআন আমাদের হৃদয়কে সকল প্রকার দূষণ ও সকল প্রকার আবিলতা থেকে মুক্ত করে পবিত্র করে।
কিন্তু এসকল উপকারের জন্য আমাদের প্রয়োজন বুঝে বুঝে কুরআন পাঠ। অর্থাৎ কুরআন পড়ার সময় যদি কুরআনের আয়াতসমূহের অর্থ ও ব্যাখা সহকারে বুঝে বুঝে পড়া যায়, তবে কুরআন থেকে আমরা যথার্থভাবে কল্যাণ লাভ করতে পারি, উপকৃত হতে পারি।
অনুধাবনের মাধ্যমে কুরআন অধ্যয়ন না বুঝে কুরআন তেলওয়াতের তুলনায় অধিক উত্তম। আপনি যদি বুঝে বুঝে কুরআনের একটি আয়াত অর্থসহ পাঠ করেন, তা না বুঝে শতবার কুরআন খতম করার চেয়ে উত্তম। ঈমানকে শক্তিশালী করার জন্য এবং কুরআনের মিষ্টতাকে যথার্থ উপলব্ধি করার জন্য অর্থ ও ব্যাখ্যা সহ কুরআন অধ্যয়ন আমাদের সাহায্য করে।
মহান আল্লাহ আমাদেরকে কুরআন থেকে যথাযথভাবে উপকৃত হতে বুঝে বুঝে অধ্যয়ন করার তাওফিক দান করুন। আমীন।