তাবলিগ ইস্যুতে ১৫ জানুয়ারি দেওবন্দ যাচ্ছেন যারা

তাবলিগি সংকট নিরসন ও মাওলানা সাদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে ১৫ জানুয়ারির দারুল উলুম দেওবন্দ সফর চূড়ান্ত করা হয়েছে। তবে কোনো কারণে তারিখ দুয়েকদিন পেছাতেও পারে বলে জানা গেছে।

এ সফরে নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর বিষয়ে দারুল উলুমের অবস্থান জানবে।

আজ (১৩ জানুয়ারি) ধর্মমন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১৫ জানুয়ারি সফরের তারিখ চূড়ান্ত করা হয়।

দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকাল ৩টায় ধর্ম মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা রবিউল হক, মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, ওয়াসিফুল ইসলাম, ধর্মসচিব মো. আনিছুর রহমান।

প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

জানা গেছে, বৈঠকে দেওবন্দ সফর চূড়ান্ত করা হয়। কোনো কারণে তারিখ পেছনো হলে ১ বা ২ দিনের বেশি পেছানো হবে বলে জানানো হয়। এবং প্রতিনিধি দল দারুল উলুম দেওবন্দের কাছে একটি মাত্র বিষয় জানবে তা হলো, মাওলানা সাদ কান্ধলভির উপর দেওবন্দ আস্থাশীল কি না।

তাবলিগের সঙ্কট নিরসনে গত ৬ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেন। সেখান থেকে ১৫ জানুয়ারি প্রতিনিধি দলকে দেওবন্দ পাঠানোর সিদ্ধান্ত হয়। তারা সিদ্ধান্ত নিয়ে ফিরলে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *