মাসিক আদর্শ নারীর মাধ্যমে আয় করুন

ঘরে বসে সহজেই আয়ের কথা ভাবছেন? 

দুনিয়াবি কাজের পাশাপাশি দীনী খেদমতে লিপ্ত হবার কথা ভাবছেন? 

 

আপনি কর্মজীবী হন কিংবা ছাত্র- খুব সহজেই এজেন্ট হওয়ার মাধ্যমে মাসিক আদর্শ নারী থেকে আয় করতে পারেন। 

এজেন্ট হওয়ার পূর্বে লক্ষণীয়

➽ কাজ শুরু করবার আগে দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে এগুনো উচিৎ।  সাময়িক কোন কিছুই কখনো সুফল বয়ে আনে না।

➽ বছরের যে কোনও সময় এজেন্ট হওয়া যায়।

➽ মাসের যে কোনো দিনে পত্রিকার সংখ্যা বৃদ্ধি করা যায়।

➽ সর্বনিম্ন এজেন্সি পরিমাণ ৫ কপি। এর কমে এজেন্সি দেয়াটা সম্ভব হয় না।

➽ পোস্ট অফিস মারফত পত্রিকা গ্রহণকারী এজেন্টগণের পত্রিকার মূল্য অগ্রিম পাঠাতে হয় না।  বরং তাদের নিকট কমিশন বাদ দিয়ে বাকি টাকা ডাক মাশুলসহ চার্জ করে ভিপিতে পত্রিকা পাঠান হয়। তারা পত্রিকা হাতে বুঝে পেয়ে তখন সেই পোস্ট অফিসে টাকা পরিশোধ করবেন।

➽ পূর্ব অবগতি ব্যতীত পরপর দু’বার পত্রিকা গ্রহণ না করে ডাক ফেরত দিলে পত্রিকা পাঠানো স্থগিত রাখা হয়। এরপর পুনরায় পত্রিকা চালু করতে চাইলে নতুন করে আবার ২০/- টাকা জামানত পাঠাতে হয়।

➽ ৪০ কপির নিচের সকল ভিপিতে ডাক খরচ যোগ করা হয়। কিন্তু ৪০ কপি বা তদূর্ধ্বের কপিতে ভিপি কালে ডাক খরচ ধরা হয় না।

➽ সংবাদপত্রের গাড়ি যেসব স্থানে যায়, সে এলাকার সংবাদপত্রের এজেন্টগণ সেই গাড়িযোগে পত্রিকা নিতে চাইলে অন্তত দু’মাসের পত্রিকার মূল্য জামানত স্বরূপ অগ্রিম পাঠাতে হবে এরপর প্রতি মাসে পত্রিকা পেয়ে তার টাকা নিয়মিত পরিশোধ করতে হবে। টাকা না পাওয়া গেলে, পত্রিকা পাঠানো স্থগিত রাখা হয়।

➽ ২০ কপি ও তদূর্ধ্বের এজেন্টকে ১ কপি সৌজন্য জন্য দেয়া হয়। উল্লেখ্য যে, কপি বেশি নিলে বর্ণিত নিয়ম মাফিক কমিশন বেশি দেয়া হয় কিন্তু সৌজন্য কপি বেশি দেয়া হয় না। তবে ২০০ বা তদূর্ধ্ব কপির সোল এজেন্টদেরকে প্রতি ১০০ কপিতে এক কপি সৌজন্য দেয়া হয়।

 

কমিশন রেট

✪ পাইকারী ৪০ কপির নীচে 20% কমিশন।

✪ ৪০ কপি থেকে ২৫% কমিশন।

✪ ১০০ কপি থেকে ৩০% কমিশন।

উদাহরণস্বরূপ, ৫ কপির খুচরা মূল্য ১০০ টাকা।  আপনি ২০% ছাড়ে পাচ্ছেন মাত্র ৮০ টাকায়। অর্থাৎ প্রতি কপিতে আপনার লাভ থাকছে ৪ টাকা।  এভাবে যত বেশি সেল দিতে পারবেন কমিশন রেট তত বাড়বে।

লক্ষ করুন 

পত্রিকা পাঠানোর ডাক খরচ পত্রিকা কর্তৃপক্ষ বহন করবে।  তবে টাকা পাঠানো বাবদ ডাক খরচ মনি অর্ডার ফি ১ম শ’তে ৫ টাকা এর পর প্রতি শ’তে ৩ টাকা হারে গ্রহণ করবে।

 

এজেন্ট হতে যা করতে হবে:- 

এজেন্ট হওয়ার জন্য প্রথমে জামানত হিসেবে ২০ টাকা বিকাশ করবেন মাসিক আদর্শ নারীর বিকাশ পারসোনাল 01791-99 77 33 নম্বরে।  এরপর কপি সংখ্যা এবং নাম ঠিকানা বিস্তারিত লিখে উক্ত বিকাশ নম্বরে এস এম এস করবেন।  এরপর এজেন্ট করে পোস্ট অফিসের মাধ্যমে ভিপিতে পত্রিকা পাঠানো হবে।  পত্রিকা হাতে পেয়ে পোস্ট অফিসে টাকা পরিশোধ করতে পারবেন।

পূর্ব অবগতি ব্যতীত পরপর দু’বার পত্রিকা গ্রহণ না করে ডাক ফেরত দিলে পত্রিকা পাঠানো স্থগিত রাখা হবে।  এরপর পুনরায় পত্রিকা চালু করতে চাইলে নতুন করে আবার ২০/- টাকা জামানত পাঠাতে হবে।

যেকোনো প্রয়োজনে কল দিন এজেন্ট বিভাগে +8801712627028

%d bloggers like this: