২০২০ সালে যে সকল আকাবিরদের হারালাম

একজন আলেমের ‍মৃত্যু যেন একটা জগতেরই মৃত্যু। আমরা এখন ২০২০ সালের শেষ প্রান্তে আছি। এই ২০২০ সালে বহুসংখ্যক আলেম আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাদের সকলকে ক্ষমা করুন। তাদের নেক কাজগুলোকে কবুল করুন। আমাদেরকে তাদের পথে অটল অবিচল রাখুন।

এ বছর চলে যাওয়া আকাবিরের কাফেলার শীর্ষে ছিলেন হাটহাজারী হযরত আল্লামা শাহ আহমদ শফী রহ.। চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ আহমদ শফী গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তেকাল করেন। তিনি পুরান ঢাকার গেণ্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কাফেলায় আরো আছেন আল্লামা নূর হুসাইন কাসেমী রহ.। প্রখ্যাত আলেম, বারিধারা মাদরাসার মুহতামীম ও শায়খুল হাদিস মাওলানা নূর হুসাইন কাসেমী গত ১ ডিসেম্বর অসুস্থ হয়ে গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১০ ডিসেম্বর দুপুরে এইচডিইউ ইউনিটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ ডিসেম্বর দুপুর ১টায় তিনি ইন্তেকাল করেন।

এর আগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া জিরি’র মুহতামিম মাওলানা শাহ মোহাম্মদ তৈয়ব (৭৯) ইন্তেকাল করেন। হাসপাতালে জায়নামাজে সেজদারত অবস্থায় ২৪ মে দিবাগত রাত দেড়টায় তিনি ইন্তেকাল করেন।

সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া ইসলামিয়া উমেদনগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা তোফাজ্জল হক হবিগঞ্জী (৮২) গত ৫ জানুয়ারি বিকাল ৪টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

এদিকে বাংলাদেশের প্রখ্যাত আলেম, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী জামে মসজিদের খতিব মাওলানা আযহার আলী আনোয়ার শাহ (৭৪) গত ২৯ জানুয়ারি রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।

আরো ইনতিকাল করেন প্রখ্যাত আলেমে দ্বীন, তাঁতিবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতী ড. মুহাম্মদ আবদুল্লাহ বিক্রমপুরী। তিনি গত ৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।

বাংলাদেশের জাতীয় ঈদগাহের সাবেক ইমাম শায়খুল হাদিস ইমদাদুল হক হবিগঞ্জী (৮১)ও ইংল্যান্ডের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। গত ৬ ডিসেম্বর দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি রহিম উল্লাহ কাসেমী (৬৯) গত ২৫ নভেম্বর রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।

এছাড়াও আরো অনেক আলেম-উলামা ইন্তেকাল করেছেন। আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *