মাসিক আদর্শ নারী- বাংলাদেশ তথা সারা বিশ্বে প্রযুক্তির আধুনিকায়নে মানুষ যেমন আধুনিক হচ্ছে পাশাপাশি হচ্ছে অসভ্য আর বর্বর। ইন্টারনেট আর বিভিন্ন টিভি সিরিয়ালে আসক্ত হয়ে মানুষ এখন অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে। খবরের কাগজ কিংবা ফেসবুক ওয়ালে চোখ বুলিয়ে দেখা যাচ্ছে দৈনন্দিন কোথাও না কোথাও পরকীয়া কিংবা মনোমালিন্যের কারণে সংসার ভেঙ্গে পড়ছে। পাশাপাশি পরিবার ব্যবস্থা ভেঙ্গে পড়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে বউ শাশুড়ির অমিল আর ঝগড়া। বউ শাশুড়ির মাঝে মা মেয়ের মত সম্পর্ক গড়ে তুলতে না পারার কারণে সংসারে অশান্তি আর ঝগড়া লেগেই থাকে। একটি সুখী সংসার গড়ে তুলতে শাশুড়ির পাশাপাশি পুত্রবধূর সৌহার্দপূর্ণ ভূমিকা অপরিহার্য। শাশুড়িকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায়, আজ আমরা মাসিক আদর্শ নারীর পাঠকদের উদ্দেশে কিছু কৌশল বাতলে দেব ইনশা-আল্লাহ।
⁂ বিয়ের পর পরই সংসারে নিজের কর্তৃত্ব স্থাপন করতে যাবেন না। কারণ এই সংসারটাকে তৈরি করেছে আপনার শাশুড়ি। তাই তাকে নিজের মত করে আপন করে নিন। একটা সময় সবই আপনার হবে।
⁂ নিজে শাশুড়ির চেয়ে ভালো রান্না করতে পারলেও শাশুড়িকে জিজ্ঞেস করে রান্না করুন। প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন। এতে পারস্পরিক ভালোবাসা তৈরি হবে।
⁂ নিজের অবসর সময়টা একা না কাটিয়ে শাশুড়ির সাথে কাটান। তার বিয়ের পরের কথাগুলো জানতে চান। এতে আপনার শাশুড়ি পুরোনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে। ফলে আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।
⁂ কিছু ইসলামিক বই শাশুড়িকে উপহার দেন তাহলে অনেকটা উপকার হতে পারে। যদি তিনি পরতে না পারেন আপনি পাশে বসে তাকে পড়ে শুনাতে পারেন।
⁂ নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্যও কিনে আনুন। দেখবেন খুব খুশি হবে।
⁂ শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন। প্রয়োজনে তার মুখে খাবার তুলে দিন।
⁂ শাশুড়ির চুলে তেল দিয়ে, চুল আঁচড়িয়ে দিতে পারেন। এতে তিনি অনেক খুশি হবেন।
⁂ শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার বাবার বাড়ির লোকজনের সাথে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন। দেখবেন মন গলে যাবে।
⁂ শাশুড়ি রেগে বকা দিলে চুপ করে থাকুন, দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবে। তর্কে জড়ালে ঝগড়া বাড়বে।
⁂ শাশুড়ি অসুস্থ হলে সেবা করুন, বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন। বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন।
⁂ বাড়ির আশেপাশের মানুষের কাছে শ্বশুর বাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন ইনশাআল্লাহ সবাই ভালোবাসবে।
⁂ শাশুড়ি কখনো মা হয় না এসব ধারনা মুছে ফেলুন। সব মানুষ এক রকম না তাই মানিয়ে নিতে শিখুন।
ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করা সম্ভব। আসুন আমরা দোয়া করি, প্রতিটা পরিবারে যেন বউ শাশুড়ি বন্ধন কেয়ামত পর্যন্ত অটুট থাকে। আমিন।
এরকম নিত্যনতুন টিপস আপনাদের প্রিয় দ্বীনি পত্রিকা মাসিক আদর্শ নারীর সাথেই থাকুন, আপনিও লিখতে পারেন এরকম লেখা মাসিক আদর্শ নারীর কলামে।