অস্কার বিজয়ী ভারতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী এবং সুরকার এ. আর. রহমান তার জীবনের সফলতার গল্প বলেছেন।
তিনি বলেছেন, ইসলাম গ্রহণ করে আমি সফলতা লাভ করেছি। ইসলাম আমার জীবনের সকল সফলতা এনে দিয়েছে!
গত শনিবার তার জীবনী নিয়ে লিখা একটি বইয়ের মোড়ক উন্মোচন হয়।
‘Notes of a Dream: The Authorized Biography of AR Rahman’ নামক এ. আর. রহমানের জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাকে প্রায়ই অনেকে প্রশ্ন করে, আমি যদি ইসলাম ধর্মে দীক্ষিত হই, তাহলে কি আপনার মতোই সফল হতে পারব কিনা? এটি ধর্মান্তরিত হওয়া বা না হওয়ার মত কোনো বিষয় নয়। আপনি কি সঠিক পথ খুঁজে পেয়েছেন কিনা, সঠিক পথে চলতে পারছেন কিনা, এটিই হল দেখার বিষয়। সুতরাং আমার দিক থেকে আমি এবং আমার মা আধ্যাত্মিক ও সুফি শিক্ষকদের কাছ থেকে এমন কিছু দীক্ষা পেয়েছি যা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং তা আমাকে সঠিক পথ পেতে সাহায্য করেছে। আর এটিই (ইসলাম) সেই বিশ্বাস যা আমরা গ্রহণ করেছি এবং এখনো ধারণ করে চলেছি। আর এর কারণেই আমরা সফলতা লাভ করেছি।’
তিনি বলেন, ‘ইসলাম আমাকে অনেক ভুল থেকে রক্ষা করেছে কারণ প্রত্যেক নামাযের পরে আমার মনে আসে যে, আমাকে পরবর্তী নামাজও আদায় করতে হবে। যেহেতু আমাকে নিয়মিত আমার প্রভুর দরবারে হাজিরা দিতে হবে কাজেই কোন খারাপ কাজ করা যাবে না। আর এভাবেই আমি ক্ষতিকর কাজ থেকে বেঁচে থাকি।’
এ আর রহমানের জীবনী লিখেছেন কৃষ্ণ ত্রিলোক। তাঁর সহযোগী ছিল ল্যান্ডমার্ক ও পেঙ্গুইন র্যান্ডম হাউস। শিল্পী বলেন, কৃষ্ণ ত্রিলোক বইটি লেখার জন্য আমার সাক্ষাৎকার নিয়েছিলেন। তাঁকে আমার শিল্পী জীবন ও ব্যক্তি জীবনের এমন অনেক কথা বলেছি, যা আগে কেউ জানত না। কাজেই আপনারা আমার জীবনী জানতে অবশ্যই বইটি পড়বেন।