ভাটা থেকে ইট ক্রয়-বিক্রয়/ ব্যাবসা সম্পর্কে নিম্নোক্ত পদ্ধতি সম্পর্কে শরয়ী বিধান জানতে চাই ।

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাভাটা থেকে ইট ক্রয়-বিক্রয়/ ব্যাবসা সম্পর্কে নিম্নোক্ত পদ্ধতি সম্পর্কে শরয়ী বিধান জানতে চাই ।

১। আমার ভাটা চালুর কয়েক মাস পূর্বে কমদামে ২০ হাজার অগ্রীম ইট ক্রয় করা আছে। এটা ভাটা থেকে বুঝে পাওয়ার আগেই অন্য কোথাও বিক্রি করতে পারবো কি না ? যেমন আমি ক্রেতার সাথে দাম ফাইনাল করে ১ গাড়ি ইট বেচে দিলাম। গাড়ি পাঠিয়ে দিলে ভাটা মালিক পক্ষ ইট দিয়ে দিলে সেটি আমার ক্রেতার বাসায় পৌঁছে দিলাম। (গাড়িতে ইট লোড হওয়ার সাথে সাথে আমার ইট সম্পূর্ণভাবে বুঝে পেলাম কিন্তুু তার আগেই বিক্রয় চুক্তি সম্পন্ন করেছি । উল্লেখ্য আমাদের এলাকায় এই পদ্ধতির ব্যাপক প্রচলন)২। একজন ব্যাবসায়ি ভাটার দাম জেনে অন্য বিভাগের কোন ক্রেতার নিকট ১০০/২০০ লাভে বিক্রয় চুক্তি সম্পন্ন করে ইট পাঠিয়ে দিয়ে ক্রেতার নিকট থেকে টাকা নিয়ে ভাটায় দাম পরিশোধ করলো। মোটকথা মাধ্যম হিসেবে কাজ করলো। এটা কি জায়েজ ?৩। ধরুন আমি ভাটা চালুর পূবে ১ লক্ষ ইট ক্রয় করলাম। ভাটা চালু হওয়ার পর ইটগুলো বুঝে নিয়ে আমার বাসায় পৌঁছে দেওয়ার জন্য মালিকপক্ষের একজনকে টাকা দিয়ে দায়িত্ব দিলাম। মোটকথা আমার ম্যানেজারের কাজ তাকে দিয়ে করানো জায়েজ হবে ? উল্লেখ্য প্রায় সব ভাটাতেই বেশ কয়েকজন মালিক থাকে।