মসজিদে ফ্যামিলি সহ থাকা প্রসঙ্গে

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসামসজিদে ফ্যামিলি সহ থাকা প্রসঙ্গে

আসসালামু আলাইকুম,যদি কোন একটা বিল্ডিং এমন হয়, যে তার উপরের অংশ মসজিদ এবং আন্ডারগ্রাউন্ডের ৪ ভাগের ২ ভাগ নামাযের জায়গা,১ভাগ অযুখানা,ইস্তেঞ্জাখানা এবং বাকী ১ ভাগ ইমাম সাহেবের থাকার জন্য কোয়ার্টার করে দেওয়া হয়।অর্থাৎ, ইমাম সাহেব তার স্ত্রী সন্তান নিয়ে থাকবে। এক্ষেত্রে কোন সমস্যা আছে কিনা?বলতে চাচ্ছি,স্বামী-স্ত্রী মিলনের ক্ষেত্রে বা অন্য কোন ক্ষেত্রে সমস্যা হবে কি না?স্বাভাবিকভাবে পুরো ভবনটিই মসজিদ এবং মসজিদের ওয়াক্বফ জায়গাতেই অবস্থিত।

Attachments