মুফতি সাহেব,আমি বাড়ি করতে চাই কিন্তু আমার কাছে টাকা নেই,তাই ইসলামি ব্যাংকে গিয়ে বাড়ি করব বলে তাদের কাছে লোন চাইলাম ।তখন তারা আমাকে ব্যাংকে নিয়োগ দিয়ে বলল, আপনার বাড়ি করতে কত টাকা লাগবে। যেমন ইট কত টাকার, রড কত টাকার, সিমেন্ট কত টাকার, বালু কত টাকার, লেবার খরচ কত, আমি বললাম, এক কোটি টাকা,তখন তারা বলল, কবে এই টাকা দিবেন। বলা হল এক বছর পর। তারা বলল তখন এক কোটি বিশ হাজার টাকা দিতে হবে। আমি বললাম ঠিক আছে। আমাকে বলা হল আপনি বাড়িতে চলে যান , সময় মত সব মালামাল আপনার বাড়িতে পৌঁছে যাবে।তারা সব মাল কিনে দিল।আমি দেখাশোনা করে বাড়িটা করলাম। এভাবে বাড়ি করা কি ঠিক হবে? জানালে অনেক কৃতজ্ঞ হব।
Please login or Register to submit your answer