নামাজের মধ্যে পায়ু বায়ু আসলে করণিয় প্রসঙ্গে

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসানামাজের মধ্যে পায়ু বায়ু আসলে করণিয় প্রসঙ্গে

আমার প্রায় নামজের মধ্যে বায়ুর সমস্যায় আমি তখন বায়ু ত্যাগ করি না আটকিয়ে রাখি এভাবেকি নামাজ হবে আবার অনেক সময় অযুর মাঝখানে সময় বায়ু সমস্যা হয় তখন কি করব। আর নামাজ ছাড়ও মাঝে মাঝে ওজুর অলসতার কারণে বায়ু আটকিয়ে রাখি এ ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছি।

1 Answers
বায়ু আটকে রেখে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর অজুর মাঝখানে কখনো বায়ু বের হলে পুনরায় অযু করতে হবে। উল্লেখ্য বায়ু আটকে রাখাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজেই উচিত হবে বায়ু ছেড়ে দিয়ে পুনরায় অজু করে নামাজ পড়ে নেয়।