আমি আমার এক ক্লাসমেট মেয়েকে ২ জন স্বাক্ষীর উপস্থিতিতে নির্দিষ্ট টাকা দেন মোহর নির্ধারন করে আমরা ইজাব কবুল বলি। এবং একে অপরকে স্বামী স্ত্রী হিসাবে মৌখিক স্বীকৃতি দেই। এবং সে আমাকে স্বামী হিসাবে গ্রহন করে এবং আমি তাকে স্ত্রী বলে গ্রহণ করি। এমত অবস্থায় আমাদের বিয়ে কি শরিয়ত সম্মত হয়েছে?
Please login or Register to submit your answer