আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
জনাব,
আপনার নিকট আমার জিজ্ঞাসা, একজন মহিলার স্বামী মানসিক প্রতিবন্ধী, তিনি আদালতের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করেন নিজ ইচ্ছায়, কিন্তু তিনার আগের স্বামী এই ডিভোর্স সম্পর্কে কিছুই জানেনা। তিনি পরবর্তীতে ২য় স্বামীর সংসার করেন ৮ বছর, তিনার ছেলেরা ২য় বিয়ে মেনে না নেওয়ায় বর্তমানে ২য় স্বামীকে ডিভোর্স দিয়ে ১ম স্বামীর সংসারে আসার বা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
এমতাবস্থায় তার করণীয় কী?
তিনি কীভাবে তার ১ম স্বামীর সংসারে আসতে পারেন?
Please login or Register to submit your answer