জিজ্ঞাসা:- কওমি মাদ্রাসার তাকমীল জামাতের এক ছাত্র, মা বাবার কাছে গোপন রেখে বিয়ে করে।
বিষয়টি মাদ্রাসার শিক্ষকগণের কাছেও গোপন ছিল।
একদিন ক্লাসে একজন শিক্ষক বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য ছাত্রকে ক্লাসে দাঁড় করায়।
ছাত্র বিষয়টি অস্বীকার করে, বিয়ের বিষয়টি এখানে প্রকাশ হওয়াতে তার লেখাপড়ার ক্ষতি এবং পারিবারিকভাবে সমস্যার সম্মুখীন হওয়ার ভয়ে ।
কিন্তু শিক্ষক থাকে নিছের বাক্য টি বলতে আদেশ করেন,
"আমি যদি বিয়ে করে থাকি তাহলে আমার বউ তিন তালাক"
এই পরিস্থিতিতে ছাত্র নিজের থেকে কৌশল কাটিয়ে বাক্যে উল্লেখিত বিয়ে শব্দ টাকে অশুদ্ধভাবে উচ্চারণ করে ( و এর নিছে যের এর উচ্চারণের মত করে)
হুবহুব এই ভাবে উঁচু আওয়াজে বলে "আমি যদি ويا করে তাকি তাহলে তিন তালাক।" (এবং সাথে সাথে নিচু আওয়াজে কাওকে না শুনিয়ে ) ইনশাআল্লাহ বলে।
(ফলে বাক্য টি এমন হয় - আমি যদি ويا করে তাকি তাহলে তিন তালাক, ইনশাআল্লাহ।)
প্রশ্ন:- উল্লেখিত পরিস্থিতিতে তার স্ত্রী কি তালাক হয়েছে কি না। ?
এবং তালাক হয়ে থাকলে কোন ধরনের তালাক হয়েছে।
দলিল সহ বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকবো।