জবাইকৃত মুরগি প্রসঙ্গে

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাজবাইকৃত মুরগি প্রসঙ্গে
BILAL BIN TOFAZZOL asked 1 year ago

আসসালামু আলাইকুম বিলাল বিন তোফাজ্জল সৌদি আরব তাবুক থেকে হুজুর আমার প্রশ্ন হলো এই খানকার দোকান গুলোতে জবাই করা মুরগির গোশত এবং গরুর গোশতের পেকেট পাওয়া যায় এবং পেকেটে লেখা থাকে হালাল এ গুলো খাওয়ার হুকুম কী?এ খানে বেশির ভাগ প্রবাসি ভাইরা মুরগির গোশত খায়। আমি খাই না বলে আমার সাথে অনেক রাগ করে বলে সৌদিরা সবাই এই মুরগির গোস্ত খায় কোন সমস্যা নেই হুজুর পরামর্শ দিয়ে উপকৃত করবেন।