মুহতারমমুফতিয়ানে ইযামআস সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়াবরকাতুহু।সবিনয়আমি Anas,আমার আব্বা চট্টগ্রাম শহরে ৮ কাটার একটি জায়গা রেখে ইন্তেকাল করেন। আমরা তিন ভাই,দুই বোন । সে মোতাবেক আমরা ছেলে রা দুই কাটা করে ছয় কাটা প্রাপ্ত হই,আর বোনে রা এক কাটা করে দুই কাটা প্রাপ্ত হয়।সে জায়গায় আমাদের ছোট বোন কে বসবাস করার জন্য থাকতে দেয়া হয়। ছোট বোন নিজ নামে গ্যাস লাইন,বিদ্যুৎ লাইন সহ বেড়ার টিন সেটের ঘর বেঁধে দীর্ঘ পঁচিশ বছর যাবত নিজ দখলে রেখে (বিশেষত বড় বোনের অংশটিতে) বসবাস করতেছে।গত বছর আমার বড় বোনের অংশ টি আমার ভাইজীকে আধা কাটা ও ভাইজী জামাই কে আধা কাটা করে (মেঝ ভাইয়ের মেয়ে ও তার জামাই কে)বিক্রি করে দেন।আমার ছোট বোন যেহেতু দীর্ঘ পঁচিশ বছর যাবত দখলে রেখে বসবাস করে আসছে, সে ছোট বোন আমার বড় বোনের অংশ টির জন্য হক্ব শফীর (হক্বে শুফআ)জন্য আমরা ভাইদের নিকট বিশেষ আবেদন করে।এমতাবস্থায় মুহতারমের নিকট বিনীত আবেদন, আমার ছোট বোনের হক্ব শফীর (হক্বে শুফআ)আবেদনের শরীয়তের আলোকে ফায়সালা প্রদানে আপনার একান্ত মর্জি কামনা করছি । বিনীত নিবেদনেanasকোতোয়ালী, চট্টগ্রাম।
Please login or Register to submit your answer