প্রথমবারের মতো বৃটেনে মুসলমানের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। লন্ডনের কোন কোন অংশে মোট জনসংখ্যার অর্ধেকের কাছাকাছি মুসলিমদের সংখ্যা।
এর কারণ হিসেবে দায়ী করা হয়েছে অতিমাত্রায় অভিবাসন ও উচ্চ জন্ম হার। ন্যাশনাল স্ট্যাটিসটিকস এর বিশ্লেষণ অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে অর্ধেকের বেশি জন্ম নিয়েছে বিদেশে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এসব মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
এই প্রবণতা চলতে থাকলে ওইসব এলাকায় আগামী এক দশকের মধ্যে তারাই হবে সংখ্যাগরিষ্ঠ। এসব মুসলিমের মধ্যে অর্ধেকের বেশির বয়স ১০ বছরের নিচে। প্রথমবারের মতো ইংল্যান্ডে মুসলিমের সংখ্যা ৩০ লাখের ওপরে।