জেদ্দার ভাসমান মসজিদ ‘আল-রাহমা’

জেদ্দার সমুদ্রতটে অবস্থিত আল-রাহমা মসজিদটি নির্মিত হয় ১৯৮৫ সালে। সউদি আরবের অন্যতম দর্শনীয় এই মসজিদটি একইসাথে ফাতেমা আল-যাহরা মসজিদ নামেও পরিচিত।

২৪০০ বর্গ কিলোমিটার স্থানের উপর প্রতিষ্ঠিত এই মসজিদটি প্রাচীন ও আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত। আটটি স্তম্ভকে ভিত্তি করে দাঁড়ানো মসজিদটির ছাদে মোট ৫২টি গম্বুজ রয়েছে, যার মধ্যে একটি গম্বুজ বৃহত্তর। একই সাথে মসজিদটির একটি মিনার রয়েছে। নারীদের নামাজ আদায়ের জন্যও মসজিদটিতে আলাদা নামাজের স্থান রয়েছে।

লোহিত সাগরের উপর মসজিদটির প্রায় সম্পূর্ণ অংশ অবস্থিত হওয়ায় জোয়ারের সময় মসজিদটিকে পানির উপর ভাসমান বলে মনে হয়। এ কারণে মসজিদটি জেদ্দার ভাসমান মসজিদ হিসেবেও পরিচিত।

সূর্যোদয় ও সূর্যাস্তের সময় লোহিত সাগরের পটভূমিতে মসজিদটির সৌন্দর্য উপভোগের জন্য সউদি আরব এবং অন্যান্য দেশের পর্যটক এবং মুসল্লীরা ভীড় জমান এই মসজিদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *