মক্কা মুকাররমা নিয়ে ডকুমেন্টারি ফিল্ম ‘ওয়ান ডে ইন হারাম’

‘ওয়ান ডে ইন দ্যা হারাম’  ৯০ মিনিটের একটি ডকুমেন্টারি ফিল্ম। ২০১৮ সালের অক্টোবরে রিলিজ হওয়ার কথা থাকলেও এখনো প্রকাশ পায়নি পবিত্র মক্কা নগরীকে নিয়ে তৈরি করা এ ফিল্মটি। ব্রিটিশ লেখক, প্রযোজক ও নির্মাতা আবরার হুসাইন এ ফিল্ম তৈরি করেন।

ফিল্মটিকে মক্কা ও মসজিদে হারামকে ঘিরে ইতিহাসের সবচেয়ে  বড় বাজেটের মিডিয়া প্রোজেক্ট বলে ধরা হচ্ছে।

এর আগে ইউটিউবে ফিল্মটির অফিসিয়াল টেইলর রিলিজ হওয়ার পরে তা ভাইরাল হয়ে যায়। হারামে কর্মরতদের দৃষ্টিকোণ থেকে মক্কা ও মসজিদে হারামের অবস্থান নিয়ে এই ফিল্ম তৈরি হয়েছে।

নির্মাতা আবরার হুসাইন বলেন, ফিল্মটি মূলত অমুসলিমদের জন্য  ডিজাইন করা হয়েছে। যাতে করে তারা মক্কার গুরুত্ব সম্পর্কে জানতে পারে। মক্কা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারে।আমরােএই ফিল্মটা করেছি এজন্য যে,  মক্কা ইসলামের একটি অবিচ্ছেদ্ধ অংশ । অমুসলিমরাও যেন এ কথা বলে, কত সুন্দর ও শান্তিপূর্ণ ধর্ম ইসলাম।

তিনি আরো বলেন, আমরা পশ্চিমা বিশ্বের সকল মানুষের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই। ফিল্ম ফেস্টিভালের পরে আমরা নেটফ্লিক্স সহ অন্যান্য টিভি চ্যানেলে এটি প্রচার করার কথা ভাবছি।

মক্কা ও মসজিদে হারাম গোটা মুসলিম বিশ্বের কাছে পবিত্র একটি স্থান। বিশ্বের সকল  প্রান্ত থেকে মুসলমানরা পবিত্র কাবায় আগমন করেন হজ ও ওমরা করার জন্য। তাদের দৃৃষ্টিকোণ থেকে অনেক ভিডিও থাকলেও এই প্রথম কাবায় কর্মরত কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে কোন ফিল্ম তৈরি করা হল।

আবরার হুসাইন আরো বলেন, এত মানুষের ভিড়ে মসজিদে হারাম কত সফলভাবে চালানো হয়, শ্রমিকরা কিবাবে তাদের কাজ করেন, কতটা বিভাগে কাজ পরিচালনা হয় ইত্যাদি বিষয় উঠে এসেছে ৯০ মিনিটের এই ভিডিওতে। ভিডিওটি ধারণ অনেক বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তিনি।

সূত্র: আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *