প্রশ্ন
আস্সালামুআলাইকুম হযরত।
কেমন আছেন?
দ্বীনের বিভিন্ন সমস্যায় সর্বদাই আপনার পরিচালিত ওয়েবসাইট হতে সাহায্য নেই। আল্লাহ এর উত্তম বদলা আপনাকে আখিরাতে ও দুনিয়াতে দান করুন। আমীন।।
প্রশ্নঃ আমি যে এলাকাতে বসবাস করি এখানে কিছু মানুষ আছে যারা দ্বীন সম্পর্কে অজ্ঞ অথচ মারিফত পন্থী বলে নিজেদের দাবী করে। তো এরা মহররমের ১০ তারিখে বাড়িতে নির্দিষ্ট একটি জায়গায় লেপে পুছে মাটির মূর্তির ন্যায় একটা জিনিস বানায় ( আঞ্চলিক ভাষায় একে থল বলে)। অনেকে এটাকে মা ফাতিমা বলে। তারা এই মাটির তৈরী জিনিস কে সিজদা করে। এখন আমার প্রশ্ন হচ্ছে –
(১) তারা কি মুসলিম থাকবে?
(২) ইসলামি বিধান তাদের সম্পর্কে কি বলে?
ঐ একই মারিফতপন্থী দাবিদার একজন পির, সে তার পীরের বউকে মা বলে ডাকে। এবং সেই মহিলাকে সেজদা করে। এক্ষত্রেও –
(১) তারা কি মুসলিম থাকবে?
(২) ইসলামি বিধান তাদের সম্পর্কে কি বলে?
আব্দুল আলিম
মানিকগঞ্জ, ঢাকা।
উত্তর
وعيلكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সেজদা একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ। অন্য কাউকে সেজদা করা মুশরিকদের প্রতীক।
প্রতিমা বানানো ও তাকে সেজদা করা মূর্তিপূজকদের কাজ।
তাই মূর্তি বানিয়ে সেজদকারীরা এবং পীরের বিবিকে সেজদাদাতা সকলের ঈমান চলে গেছে। তাদের তওবা করে নতুন করে ইসলাম গ্রহণ করা আবশ্যক।
لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ ﴿فصلت: ٣٧
عن ابن عمر رضى الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم (سنن أبى داود، رقم-4031)
مثل سجود براۓ قبور وطواف كردن قبور مينما يداين قسم حرام وممنوع است، بلكه سجدا كفر ميرا سند الخ (فتاوى عزيزى-138)
والتواضع لغير الله حرام كذا فى الملتقط وإن سجد للسطان بنية العبادة أو لم تحضره النية فقد كفر (الفتاوى الهندية، قديم-5368، جديد-5425)
ما يكون كفرا اتفاقا يبطل العمل والنكاح وما فيه خلاف يؤمر بالاستغفار والتوبة وتجديد النكاح (رد المحتار، زكريا-6367، كرتاشى-4230)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী