টাকায় আল্লাহ লিখা থাকলে আল্লাহ নামের অপমান হয় না?

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাটাকায় আল্লাহ লিখা থাকলে আল্লাহ নামের অপমান হয় না?
হাছান asked 3 years ago

আসসালামু আলাইকুম | আমাদের দেশের দশ টাকার কোন নোটে الله আবার কোন নোটে الله أكبر ছোট আকারে লেখা আছে |অন্যান্য নোটগুলোতে আতিউর রহমান লেখা আছে |আর আমরা জানি আাররহমান শব্দটি আল্লাহর গুণবাচক নাম |মুসলিম দরজিগণ যখন দেখবেন এবং বুঝবেন যে লোকজন অজ্ঞতাবশত ও অসচেতনভাবে প্যান্টের পিছনের পকেটে আল্লাহর নাম লিখিত টাকা রেখে তার উপর বসে থাকে| তখন তো তারা প্যান্টের পিছনের পকেট তৈরি করে দিবেন না | কেননা এ কাজ মন্দ কাজে সহযোগিতা হিসেবে গণ্য হয় |এ ছাড়াও আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে |যারা অমুসলিম তারা কি الله শব্দের মর্যাদা দিবে? পাশাপাশি যারা মুচি তারা জুতা মেরামত করার পর ময়লা হাতে টাকা গ্রহণ করে | মুক্তির উপায় কি? মুসলিম দরজিগণের কর্তব্য কি? নবী এবং সাহাবীদের যুগে টাকা পয়সায় কি আল্লাহর নাম লিখিত ছিল?

1 Answers

বাংলাদেশ তো দারুল ইসলাম নয়, কাজেই এখানে সরকার নিজের মন মত টাকা ছেপে থাকে। আল্লাহ লিখলে যে শব্দের অবমাননা হয় সেদিকে খেয়াল রাখে না। তাই কিছুই করার নেই।

তবে টাকায় আল্লাহ লেখার দ্বারা যারা লিখেছেন তারাও অবমাননা উদ্দেশ্য নেন না, আর যারা বহন করছেন তারাও ইচ্ছে কৃত অবমাননা করেন না। কাজেই এত টুকু অবমাননা যেটা অনিচ্ছায় হয়ে যায়, আশা করি আল্লাহ ক্ষমা করবেন। অতএব টাকা যেভাবে আছে সেভাবেই ইউজ করুন।