ভাগে কুরবানী দিলে কী প্রত্যেকের ভাগ সমান হওয়া আবশ্যক?

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাভাগে কুরবানী দিলে কী প্রত্যেকের ভাগ সমান হওয়া আবশ্যক?
Muhammad Jahid asked 5 years ago
মুহাম্মাদ জাহিদ,সাভার,ঢাকা। আসসালামু আলাইকুম হুযুর,আমি সম্প্রতি মাসিক আদর্শ নারী পত্রিকায় নিম্মের একটি মাস-আলা জানতে পেরেছি। এটা কী সঠিক?“ সাতজনে মিলে কুরবানী করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ এক সপ্তমাংশের কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো দেড় ভাগ। এমন হলে কোনো শরীকের কুরবানীই সহীহ হবে না। -বাদায়েউস সানায়ে ৪/২০৭” এখানে প্রশ্ন হলো যে এখানে সহীহ হবে না বলতে কী বোঝানো হচ্ছে? কুরবানী কী তাহলে বাতিল হবে?
1 Answers
জি বাতিল হবে।