ব্যবসা

Rana asked 2 years ago

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি একজন প্রবাসী। আমি যেই দেশে থাকি সেখানে কাজ করতে গিয়ে কেউ আহত হলে সরকার ক্ষতিপূরন দিয়ে থাকে। এই ক্ষতি পূরন দুইভাবে নির্ধারন করা হয়ে থাকে প্রথমটি হলো শ্রম মন্ত্রনালয় ডাক্তারের সাথে পরামর্শ করে একটা ক্ষতিপূরন নির্ধারন করে । এই ক্ষতিপূরইন যদি আহত ব্যক্তির কাছে গ্রহন যোগ্য না হয় তবে তিনি ক্ষতিপূরন মামলা টি আদালতে তুলতে পারবেন। সেই ক্ষেত্রে মামলা সমাধান হতে অনেক সময় লেগে যায়। ধরুন শ্রম মন্ত্রনালয় একজন আহত শ্রমিকের ক্ষতিপূতন নির্ধারন করলো ৫০০০ টাকা। কিন্তু আহত ব্যক্তি তা গ্রহন না করে মামলাটি আদালতে দিলেন। কিন্তু মামলা নিষ্পত্তি হতে অনেক সময় স্বাপেক্ষ হওয়ায় ও তার আর্থিক অবস্থা ভালো না হওয়ায়, অন্য কোন ব্যক্তিকে আহত ব্যক্তিটি বললো যে আপনি যদি আমাকে ৭০০০ টাকা এখন দিয়ে দেন তাহলে আমার মামলা থেকে ভবিষ্যতে যে ক্ষতিপূরন আসবে তার পুরোটাই আপনার। এই ক্ষেত্রে এক ধরনের ব্যবসায় হলো দুই ব্যক্তির মাঝে। ভবিষতে দেখা গেল আদালত মামলার ক্ষতিপূরন বাবদ ১০,০০০ টাকা নির্ধারন করেছে। টাকা হস্তান্তরের জন্য দুই জন আগেই স্বাক্ষর করে দিয়েছেন যে আদালত থেকে যে ক্ষতিপূরন আসবে তা পরের ব্যক্তিটি গ্রহন করতে পারবেন।এরকম ব্যবসায় কি শরীয়ত সম্মত ?