খাওয়ার পর প্লেটে হাত ধোয়া……

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাখাওয়ার পর প্লেটে হাত ধোয়া……
md. tauhidul islam asked 6 years ago
আমার ২ টি প্রশ্নঃ ১. খাওয়ার পর প্লেটে হাত ধোয়া কি সুন্নাত নাকি না ধোয়া সুন্নাত । অথবা সুন্নাত পদ্ধতি কি । ২। আমার ভাগিনা ১ বছর বয়সে আমেরিকা গিয়েছে। এখন তার বয়স ৩বসর ২মাস । কিন্তু ঠিকমত কথা বলতে পারে না ।আবার ওর দাঁত গুলো ঠিক মত বড় হওয়ার আগেই মাড়ির সাথে মিশে যায় । ডাক্তার বলেছে দাঁতের কারণে কথা বুঝা যায় না। কিন্তু সবসময় কি যেন বলে । আবার ও বুজে সব কিছু । তাই ডাক্তার অপারেশন করে ওপরের ২ টি আর নীচের ৪ টি দাঁত ওঠিয়ে ফেলে আবার নতুন দাঁত লাগিয়ে দিয়েছে ।এভাবে দাঁত ওঠানো এবং নতুন দাঁত লাগানো কী ঠিক হয়েছে ? না হয়ে থাকলে এখন করনীয় কী জানালে উপকৃত হব। 
1 Answers
প্লেটে হাত ধোয়ার সাথে সুন্নতের কোন সম্পর্ক নেই। এটা যার যার ব্যক্তিগত রুচি। কাজেই এটাকে মুবাহের পর্যায়ে রাখুন। সমস্যা সমাধান কল্পে দাঁত উঠিয়ে ফেলা তো গোনাহের কাজ না। কাজে ই কোন অসুবিধা নেই।