ইসলামী জিজ্ঞাসা

Delowar Shamim asked 5 years ago
আমার প্রশ্ন হলো শুধুমাত্র পবিত্র আল-কোরআন মেনে কি ইসলাম পালন করা যাবে? নাকি আমাদের জন্য হাদিস মানতেই হবে? হাদিস কিন্তু নবীজি (সাঃ) এর মৃতুর অনেক পরে লেখা। আমরা কি করে জানবো সে গুলো সঠিক নাকি ভুল? তাছাড়া কোরআনে কি এমন কোন আয়াত আছে যেখানে উল্লেখ করা আছে যে আমাদের অবশ্যই হাদিস বা অন্য ফিকহের কিতাব মানতে হবে। পবিত্র কোরআনে রাসূলকে অনুসরনের কথা বলা আছে। কিন্তু সেখানে এটাও বলা আছে যে রাসূল (সাঃ) কখনোই কোরআনের বিপক্ষে কোন কিছু অনূসরন করতেন না। তাহলে আমরা কোরআন বাদ দিয়ে কেনো রাসূলের নামে বলা হাদিস বা আলেমদের বানানো বিভিন্ন ফিকহের কিতাব অনূসরন করছি?