আসসালামুয়ালাইকুম,আমি আমার স্ত্রীকে ও আমার স্ত্রী আমাকে কাজী ডেকে এক তালাক দিয়েছি,এখন যদি আমরা দুই জনই মতামতের ভিত্তিতে আবার সংসার করতে চাই তাহলে কি আমাদের আবার বিয়ে পড়ানো লাগবে??উল্লেখ্য আমরা আমাদের তালাকের ১৫/২০ দিনের মধ্যেই আবার মেলামেশা করেছি,সেটা কি নাজায়েজ হয়েছে? বিস্তারিত বললে উপকৃত হবো।
Please login or Register to submit your answer