আস্সালামু আলাইকুম!মহতারাম,আমি নিম্নোক্ত বিষয়ে শরিয়া ভিত্তিক মতামত আশা করছি।১) আমার আব্বা প্রায় ২৫-২৬ বছর পূর্বে আমার নিকট আত্মীয় কে জমি ক্রয় বাবদ বেশ কিছু টাকা প্রদান করেন কিন্তু সেই সময় দলিল সম্পন্ন করা হয়নি। পরবর্তীতে আমরা সেই জমিতে বাড়ি নির্মান করে বসবাস করে আসতেছি। বর্তমানেজমির বাজারমূল্য বহুল্যাংশে বেরে যাওয়ায় সেই আত্মীয় জমি দলিল প্রদানে অপারগতা প্রকাশ করে এ বিষয়ে টাকা গ্রহণের বিষয়টি ও অস্বীকার করছেন। এ বিষয়ে একাধিকবার আলোচনায় বসেও সন্তোষজনক সমাধানে পৌছতে পারিনি। উল্লেখ্য, আমি ৬ বছর পূর্বে উক্ত আত্মীয়র নিকট থেকে কিছু টাকা ধার নিয়েছি। এহেন পরিস্থিতিতে আমার আব্বা উক্ত আত্মীয়কে সেই টাকা ফেরৎ না দেওয়ার জন্য আমাকে নির্দেশ করতেছেন। এমতাবস্থায় অমার করনীয় কী?২) আমার অপর এক নিকট আত্মীয় আমার ছাত্রাবস্থায় লেখাপড়ার খরচবাবদ প্রায় ৮০,০০০.০০ টাকা প্রদান করেন। সেই সময় লিখিত কোন ডকুমেন্টস্ মেইনটেইন করা হয়নি।আলহামদুলিল্লাহ্ বর্তমানে আমি প্রতিষ্ঠিত হয়েছি। আমি উক্ত ৮০,০০০.০০ টাকা প্রদান করতে চাইলে তাঁরা দাবী করতেছে ৩,০০,০০০.০০ টাকা এই বলে যে, সেই সময়ে টাকার মান আর এসময়ের টাকার মান সমান না। তাঁরা তিন লাখের কম টাকা গ্রহণ করবেনা দাবীও ছাড়বেনা। এমতাবস্থায়, আমি উক্ত ৮০,০০০.০০ টাকা তাঁর নামে ছদকায় যারিয়া করে দিলে দাবী থেকে মুক্ত হতে পারবো কী???
Please login or Register to submit your answer