ধরুন, আমার বয়স যখন সবে ১৮ তখন আমার বাবা মারা গেল, নিজেদের বসত বাড়ি নেই, ভাড়া থাকি, আমার যৎ সামান্য আয় দিয়ে সংসার চালানোর পর কিছু অবশিষ্ট থাকে। এখন আমার একটা ১৫ বছরের ছোট বোন আছে, তার দৈনন্দিন খরচ আমি বহন করি, খাবার পোশাক, পড়াশুনা আমি বহন করি। এখন তার বিবাহের জন্য যেহেতু মোটামুটি ভালো পরিমান অর্থ লাবে, সেক্ষেত্রে আমি কি আমার যাকাত এর অর্থ তার বিয়ের খরচ বাবদ খরচ করতে পারবো! আর আমার ব্যাংক এর সুদের টাকা কি তাকে দেওয়া যাবে?
Please login or Register to submit your answer